Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief: পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা সিধুর, চিঠি দিলেন সনিয়াকে

Last Updated:

য়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সিধু শিবিরের সঙ্গে সংঘাতের জেরেই তিনি ইস্তফা দেন (Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief)৷

#চণ্ডীগড়়: এবার পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief)৷ এ দিনই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি লিখে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিধু৷ চিঠিতে তিনি দাবি করেছেন, পঞ্জাবের (Punjab) ভবিষ্যৎ এবং উন্নয়নের সঙ্গে তিনি কোনও আপোস করতে রাজি নন৷ সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ সিধুর পদত্যাগে পঞ্জাবে কংগ্রেসের সমস্যা আরও জটিল হল৷ তবে সনিয়া গান্ধিকে লেখা চিঠিতে সিধু জানিয়ে দিয়েছেন, তিনি কংগ্রেসেই থাকবেন৷
advertisement
প্রসঙ্গত কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সিধু (Navjot Singh Sidhu) শিবিরের সঙ্গে সংঘাতের জেরেই তিনি ইস্তফা দেন৷ এর পর সিধু ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয় কংগ্রেস নেতৃত্ব৷ কিন্তু মন্ত্রিসভার সম্প্রসারণকে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্ব এবং নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গেও মতবিরোধ তৈরি হয় সিধুর৷ তার জেরেই এই পদত্যাগ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সবমিলিয়ে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের চার মাস আগে দলের ভিতরের কোন্দল নিয়ে বিপর্যস্ত কংগ্রেস৷
advertisement
সিধুর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের মতবিরোধের সূত্রপাত রবিবার পঞ্জাবের নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের আগে৷ সূত্রের খবর, দুর্নীতির অভিযোগ থাকায় গুরজিৎ সিংকে মন্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি আছে বলে সিধুকে চিঠি দিয়ে জানান কয়েকজন কংগ্রেস বিধায়ক৷ যদিও গুরজিৎ সিং-কে নিয়ে সিধুর আপত্তি ধোপে টেকেনি৷ এ ছাড়াও নিজের পছন্দের বিধায়ক রাজ কুনার ছাবেওয়ালকে মন্ত্রী না করাতেও ক্ষুব্ধ হন সিধু৷ মুখ্যমন্ত্রী চান্নির আত্মীয় অরুনা চৌধুরীকে মন্ত্রী করা নিয়েও আপত্তি ছিল তাঁর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief: পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা সিধুর, চিঠি দিলেন সনিয়াকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement