Amrinder Singh Revolts Against Congress: 'রাহুল- প্রিয়াঙ্কা অপরিণত', সিধুকে রুখতে কংগ্রেসের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন অমরিন্দর

Last Updated:

প্রয়োজনে বিধানসভা নির্বাচনে সিধুর বিরুদ্ধে জোরালো প্রার্থী দাঁড় করিয়ে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি ভেস্তে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অমিরন্দর সিং (Amrinder Singh Revolts Against Congress)৷

রাহুল- প্রিয়াঙ্কাকে অপরিণত বলে আক্রমণ অমরিন্দরের৷
রাহুল- প্রিয়াঙ্কাকে অপরিণত বলে আক্রমণ অমরিন্দরের৷
#চণ্ডীগড়: পঞ্জাবে (Punjab) সমস্যা বাড়ল কংগ্রেসের (Congress)৷ দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিলেন সদ্য ইস্তফা দেওয়া মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh Revolts Against Congress)৷ ক্যাপ্টেন সাফ জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই নভজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে দেবেন না তিনি৷ প্রয়োজনে বিধানসভা নির্বাচনে সিধুর বিরুদ্ধে জোরালো প্রার্থী দাঁড় করিয়ে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি ভেস্তে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অমিরন্দর সিং৷ সিধুকে আটকাতে মরিয়া অমরিন্দর জানিয়ে দিয়েছেন, নিজের যে কোনও স্বার্থ জলাঞ্জলি দিতেও তৈরি তিনি৷ এমন কি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধিকে অপরিণত বলতেও ছাড়েননি পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
ইস্তফা দেওয়ার পর মুখ খুলে এ দিন কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও কড়া বেনজির আক্রমণ শানিয়েছেন অমরিন্দর৷ রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে অপরিণত বলেও মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Amrinder Singh attacks Congress)৷ তাঁর দাবি, কয়েক সপ্তাহ আগেই তিনি সনিয়া গান্ধির (Sonia Gandhi) কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন৷ কিন্তু সেই সময় তাঁকে নিরস্ত করেন কংগ্রেস সভানেত্রী৷
advertisement
advertisement
পঞ্জাবে নির্বাচনের ঠিক চার মাস আগে গত শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর৷ সনিয়া গান্ধিকে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, বার বার দল তাঁকে অপমান করেছে৷ তাঁকে না জানিয়েই পঞ্জাবে বিধায়কদের বৈঠক ডাকা হয় বলেও অভিযোগ করেন অমরিন্দর৷
advertisement
এর ঠিক দু' দিন পর গত সোমবার পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নিকে নির্বাচন করে কংগ্রেস৷ যিনি আবার নভজ্যোৎ সিং সিধুর ঘনিষ্ঠ৷ যার ফলে কংগ্রেস নেতৃত্বের উপরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্যাপ্টেন৷
এ দিন অমরিন্দর সিং যে হুঁশিয়ারি দিলেন, তাতে আগামী নির্বাচনে পঞ্জাবে তিনিই কংগ্রেসের অন্যতম পথের কাঁটা হয়ে উঠতে পারেন৷ কারণ বুধবারের পর অমরিন্দর সিং-এর সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কংগ্রেসের ভিতরে অনেক নেতাই মনে করছেন, নিজের নতুন দল তৈরি করে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অমরিন্দর সিং৷
advertisement
নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে অমরিন্দর সিং-এর সংঘাত মেটাতে চেষ্টার কসুর করেনি কংগ্রেস নেতৃত্ব৷ সন্ধি করতে সিধুকে পঞ্জাবের কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়৷ এর পর প্রকাশ্যে বিরোধ মেটানোর বার্তা দেন সিধু এবং অমরিন্দরও৷ কিন্তু কিছু দিন যেতে না যেতেই ফের পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে৷ পঞ্জাবের অধিকাংশ কংগ্রেস বিধায়কের সমর্থনও ছিল সিধুর দিকে৷ ফলে আরও কোণঠাসা হয়ে পড়েন প্রবীণ রাজনীতিক অমরিন্দর৷ সনিয়া গান্ধিকে চিঠি লিখে অমরিন্দরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কংগ্রেস বিধায়করা৷ এর পরই ইস্তফা দেন তিনি৷ ইস্তফার পরে সিধুকে দেশের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেন অমরিন্দর৷ এবার দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দিলেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amrinder Singh Revolts Against Congress: 'রাহুল- প্রিয়াঙ্কা অপরিণত', সিধুকে রুখতে কংগ্রেসের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন অমরিন্দর
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement