হোম /খবর /দেশ /
'রাহুল- প্রিয়াঙ্কা অপরিণত', কংগ্রেসের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা অমরিন্দরের

Amrinder Singh Revolts Against Congress: 'রাহুল- প্রিয়াঙ্কা অপরিণত', সিধুকে রুখতে কংগ্রেসের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন অমরিন্দর

রাহুল- প্রিয়াঙ্কাকে অপরিণত বলে আক্রমণ অমরিন্দরের৷

রাহুল- প্রিয়াঙ্কাকে অপরিণত বলে আক্রমণ অমরিন্দরের৷

প্রয়োজনে বিধানসভা নির্বাচনে সিধুর বিরুদ্ধে জোরালো প্রার্থী দাঁড় করিয়ে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি ভেস্তে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অমিরন্দর সিং (Amrinder Singh Revolts Against Congress)৷

  • Last Updated :
  • Share this:

#চণ্ডীগড়: পঞ্জাবে (Punjab) সমস্যা বাড়ল কংগ্রেসের (Congress)৷ দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিলেন সদ্য ইস্তফা দেওয়া মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh Revolts Against Congress)৷ ক্যাপ্টেন সাফ জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই নভজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে দেবেন না তিনি৷ প্রয়োজনে বিধানসভা নির্বাচনে সিধুর বিরুদ্ধে জোরালো প্রার্থী দাঁড় করিয়ে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি ভেস্তে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অমিরন্দর সিং৷ সিধুকে আটকাতে মরিয়া অমরিন্দর জানিয়ে দিয়েছেন, নিজের যে কোনও স্বার্থ জলাঞ্জলি দিতেও তৈরি তিনি৷ এমন কি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধিকে অপরিণত বলতেও ছাড়েননি পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

ইস্তফা দেওয়ার পর মুখ খুলে এ দিন কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও কড়া বেনজির আক্রমণ শানিয়েছেন অমরিন্দর৷ রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে অপরিণত বলেও মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Amrinder Singh attacks Congress)৷ তাঁর দাবি, কয়েক সপ্তাহ আগেই তিনি সনিয়া গান্ধির (Sonia Gandhi) কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন৷ কিন্তু সেই সময় তাঁকে নিরস্ত করেন কংগ্রেস সভানেত্রী৷

আরও পড়ুন: চলল তুমুল লাড্ডু পর্ব! রাহুল-সিধুর উপস্থিতিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ চরণজিৎ চান্নির...

পঞ্জাবে নির্বাচনের ঠিক চার মাস আগে গত শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর৷ সনিয়া গান্ধিকে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, বার বার দল তাঁকে অপমান করেছে৷ তাঁকে না জানিয়েই পঞ্জাবে বিধায়কদের বৈঠক ডাকা হয় বলেও অভিযোগ করেন অমরিন্দর৷এর ঠিক দু' দিন পর গত সোমবার পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নিকে নির্বাচন করে কংগ্রেস৷ যিনি আবার নভজ্যোৎ সিং সিধুর ঘনিষ্ঠ৷ যার ফলে কংগ্রেস নেতৃত্বের উপরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্যাপ্টেন৷

এ দিন অমরিন্দর সিং যে হুঁশিয়ারি দিলেন, তাতে আগামী নির্বাচনে পঞ্জাবে তিনিই কংগ্রেসের অন্যতম পথের কাঁটা হয়ে উঠতে পারেন৷ কারণ বুধবারের পর অমরিন্দর সিং-এর সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কংগ্রেসের ভিতরে অনেক নেতাই মনে করছেন, নিজের নতুন দল তৈরি করে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অমরিন্দর সিং৷

নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে অমরিন্দর সিং-এর সংঘাত মেটাতে চেষ্টার কসুর করেনি কংগ্রেস নেতৃত্ব৷ সন্ধি করতে সিধুকে পঞ্জাবের কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়৷ এর পর প্রকাশ্যে বিরোধ মেটানোর বার্তা দেন সিধু এবং অমরিন্দরও৷ কিন্তু কিছু দিন যেতে না যেতেই ফের পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে৷ পঞ্জাবের অধিকাংশ কংগ্রেস বিধায়কের সমর্থনও ছিল সিধুর দিকে৷ ফলে আরও কোণঠাসা হয়ে পড়েন প্রবীণ রাজনীতিক অমরিন্দর৷ সনিয়া গান্ধিকে চিঠি লিখে অমরিন্দরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কংগ্রেস বিধায়করা৷ এর পরই ইস্তফা দেন তিনি৷ ইস্তফার পরে সিধুকে দেশের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেন অমরিন্দর৷ এবার দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দিলেন তিনি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Amrinder Singh, Congress, Priyanka Gandhi, Punjab, Rahul Gandhi