একই দিনে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন কমলনাথ এবং গেহলট: সূত্র
Last Updated:
#নয়াদিল্লি: রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমলনাথ ৷ দুই মুখ্যমন্ত্রীই আগামী ১৭ ডিসেম্বর শপথ নিতে চলেছেন ৷
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী সোমবার সকাল ১০.৩০টা নাগাদ শপথ নেবেন কমলনাথ ৷ কমলনাথের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে দুপুর ১.৩০টার সময় শপথ নেবেন অশোক গেহলট ৷
তবে, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী কে হবে ? সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস ৷ তবে, দলীয় সূত্রে খবর, খুব তাড়াতাড়িই বেছে নেওয়া হবে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীকে ৷ তবে, সোমবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে শপথ নেবেন কি না সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷
advertisement
advertisement
দীর্ঘ ৩৬ ঘণ্টার বৈঠকের পর রাজস্থানের পরবর্তী মুখ্যমুন্ত্রী হিসেবে অশোক গেহলটকেই দায়িত্ব দিলেন রাহুল গান্ধি। আজ নয়াদিল্লির কংগ্রেসের কার্যালয়েই চূড়ান্ত হয়েছে গেহলটের নাম । আজকেও দফায় দফায় বৈঠক করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পদে অশোক গেহলটের নাম চূড়ান্ত হওয়ার পরই শপথ গ্রহণের তোড়জোড় শুরু করে কংগ্রেস ৷
দলীয় সূত্রে খবর, দুই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের সমস্ত শীর্ষস্থানীয় নেতারা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2018 11:35 PM IST