নির্ভয়াকাণ্ডে দিল্লি মহিলা কমিশনের আবেদন খারিজ

Last Updated:

নির্ভয়াকাণ্ডে দিল্লি মহিলা কমিশনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টে ৷অভিযুক্ত নাবালক অপরাধীকে মুক্তি দেওয়ার বিরোধিতা করে মামলা করেছিল দিল্লি মহিলা কমিশনে। হাইকোর্টের আদেশ মেনে সাজাপ্রাপ্ত রবিবারই সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল নাবালককে নাবালককে ৷

#নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে দিল্লি মহিলা কমিশনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ নাবালক অপরাধীকে মুক্তি দেওয়ার বিরোধিতা করে মামলা করেছিল দিল্লি মহিলা কমিশন। কিন্তু সোমবারের শুনানিতে তা খারিজ হয়ে গেল ৷ নৃশংস এই অপরাধীর মুক্তির বিরোধিতায় সরব হয়েছিল দেশের বিভিন্ন মহল ৷ শনিবার রাতে শীর্ষ আদালতে এসএলপি দায়ের করেছিল কমিশন ৷ কিন্ত সমস্ত আবেদনকে একপ্রকার উপেক্ষা করেই খারিজ করে দেওয়া হল দিল্লি মহিলা কমিশনের আবেদন ।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের তরফে জানান হয়েছে যে, আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দেশের আইন অনুযায়ী,  নাবালকের ক্ষেত্রে তিন বছরের বেশি সাজা দেওয়া যায় না  ৷ তাই অপরাধী নাবালককে আইনের কোনও ধারাতেই আর  আটকে রাখা যাবে না ৷
আদালতের এই সিদ্ধান্তে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জানিয়েছেন নির্ভয়ার বাবা-মা ৷ ভেঙে পড়েন নির্যাতিতা জ্যোতি সিং-এর মা আশা দেবী। আদালতের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, ‘ভারতের ইতিহাসে আজ একটি কালো দিন ৷ সুপ্রিম কোর্টের উপরেও আর ভরসা রইল না’ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়াকাণ্ডে দিল্লি মহিলা কমিশনের আবেদন খারিজ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement