Brothers Marrying Same Woman: ‘আমরা একই নারীকে...’ কেন দুই ভাই বিয়ে করলেন এক তরুণীকে? কারণ জানলে চমকে কেঁপে উঠবেন

Last Updated:

Brothers Marrying Same Woman: উভয় পরিবার এবং স্থানীয় সমাজের সম্মতিতে অনুষ্ঠিত এই বিয়ে ১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। শিলাই গ্রামের থিন্দো পরিবারের নেগি ভাইয়েরা সম্পূর্ণ রীতিনীতি মেনে কুনহাট গ্রামের সুনীতাকে বিয়ে করেন।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন দুই ভাই
সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন দুই ভাই
মানালি: হিমাচল প্রদেশের বাসিন্দা দুই ভাই কিছু দিন আগেই এসেছিলেন শিরোনামে৷ আজকের আধুনিক সময়ে দাঁড়িয়েও তাঁরা বিয়ে করেছেন একই নারীকে৷ হিমাচলের শিরমৌর জেলার বাসিন্দা দুই ভাইয়ের এই কীর্তিতে চাঞ্চল্য পড়ে গিয়েছিল দেশে বিদেশে৷ বেশ কিছু সপ্তাহের নীরবতার পর অবশেষে মুখ খুললেন ওই দুই ভাই৷ জানিয়েছেন কেন তাঁরা একই নারীকে বিয়ে করেছেন৷
প্রসঙ্গত ভাইদের একই নারীকে বিয়ে করার রীতি পার্বত্য ভারতে দীর্ঘ যুগ ধরেই প্রচলিত৷ এই প্রথার নাম ‘জোড়িদার প্রথা’৷ যেখানে ভাইরা একই নারীকে বিয়ে করেন৷ সম্প্রতি হিমাচলের যে দুই ভাই এই প্রথা পালন করেছেন, তাঁদের মধ্যে একজন প্রদীপ নেগি জানিয়েছেন এর অস্তিত্ব৷ তাঁর কথায়, এই রীতি হাজার হাজার বছর ধরে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে৷ তাঁর মতে, উত্তরাখণ্ডের কিছু জায়গাতেও প্রচলিত রয়েছে এই রীতি৷ এই প্রথায় একই নারী দুই বা একাধিক ভাইয়ের সঙ্গে মালাবদল করেন৷
advertisement
প্রদীপের ভাই কপিল নেগি জানিয়েছেন তাঁদের সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে৷ কাউকে কোনওরকম জোর করা হয়নি৷ সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন দুই ভাই৷ কিন্তু নিজস্ব প্রাচীন সংস্কৃতির প্রতি অবিচল থাকা নেগি ভাইদের কথায়, ‘‘সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমাদের কটূক্তি করেছেন৷ কিন্তু এতে আমাদের কিছু যায় আসে না৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘”আমি আমাদের সংস্কৃতি এবং রীতিনীতি প্রচার চালিয়ে যাব। যাঁরা আমাদের ঐতিহ্য সম্পর্কে কিছুই জানেন না তাঁরাও তাঁদের মতামত দেওয়ার চেষ্টা করছেন। এই বিয়ে আমাদের সকলের সম্মতিতে হয়েছে এবং আমাদের পরিবার এবং সমাজ উভয়ই খুশি৷”
advertisement
আরও পড়ুন : বর প্রাণপণে ধাক্কা দিলেও খুলল না দরজা! বিয়ের রাতেই নিজেকে ‘শেষ’ করলেন নতুন কনে!
প্রদীপ বলেন, তাঁরা দরিদ্র পরিবার থেকে এসেছেন, যাঁদের সম্পত্তি খুব কম এবং খ্যাতির কোনও আকাঙ্ক্ষা নেই। তাঁর ভাই কপিল নেগি আরও বলেন, “আমরা খবরে আসার জন্য বিয়ে করিনি। অনেক পরিবারে, দুই ভাই একই মহিলাকে বিয়ে করেন, কিন্তু মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পরই আমাদের বিয়ে আলোচনার বিষয় হয়ে ওঠে।”
advertisement
প্রদীপ বলেন, তিনি কোনও ভুল করেননি এবং তাঁর সাংস্কৃতিক মূল্যবোধ সমৃদ্ধ রাখার জন্য এই বিয়েটি বেছে নিয়েছেন। “এই বিয়ের উদ্দেশ্য কেবল একসঙ্গে থাকা এবং পারস্পরিক ভালবাসা বজায় রাখা। আমরা মানুষকে নেতিবাচক মন্তব্য না করার জন্য অনুরোধ করছি, আমাদের নিজস্ব জীবন আছে এবং আমরা তাতেই খুশি,” তিনি বলেন।
advertisement
উভয় পরিবার এবং স্থানীয় সমাজের সম্মতিতে অনুষ্ঠিত এই বিয়ে ১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। শিলাই গ্রামের থিন্দো পরিবারের নেগি ভাইয়েরা সম্পূর্ণ রীতিনীতি মেনে কুনহাট গ্রামের সুনীতাকে বিয়ে করেন। প্রদীপ জলশক্তি বিভাগে কাজ করেন এবং কপিল বিদেশে একজন রাঁধুনি হিসেবে কর্মরত।
হাতি সম্প্রদায়ের একাধিক ভাইয়ের এক মহিলাকে বিয়ে করার ঐতিহ্যের লক্ষ্য হল পরিবারের মধ্যে সম্পত্তি এবং জমির বিভাজন রোধ করা। ঐতিহাসিকভাবে, পাঁচ ভাই পর্যন্ত একই মহিলাকে বিয়ে করতে পারতেন, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথাটি হ্রাস পেয়েছে। কিন্তু এখনও সম্পূর্ণ যে নিশ্চিহ্ন হয়ে যায়নি, সে প্রমাণ পাওয়া গেল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Brothers Marrying Same Woman: ‘আমরা একই নারীকে...’ কেন দুই ভাই বিয়ে করলেন এক তরুণীকে? কারণ জানলে চমকে কেঁপে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement