New Bride: বর প্রাণপণে ধাক্কা দিলেও খুলল না দরজা! বিয়ের রাতেই নিজেকে 'শেষ' করলেন নতুন কনে!

Last Updated:

New Bride: নগেন্দ্র মিষ্টি আনতে বেরিয়েছিলেন এবং ফিরে এসে তিনি দেখতে পান তাঁদের জন্য নির্ধারিত ঘরটি তালাবদ্ধ। এর পর বারবার দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে, পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনরা দরজা ভেঙে হর্ষিতাকে নিথর অবস্থায় দেখতে পান।

AI Generated Image
AI Generated Image
হায়দরাবাদ : বিয়ের রাতেই রহস্যমৃত্যু কনের৷ এই ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের সত্য সাই জেলার পেনুকোণ্ডা এলাকায়৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কনে হর্ষিতা (২২) বিয়ের রাতে আত্মঘাতী হয়েছেন৷ সোমেন্দেপল্লির বাসিন্দা হর্ষিতা চলতি সপ্তাহের সোমবার সকালে কর্নাটকের ডিব্বুরিপল্লির নগেন্দ্রকে বিয়ে করেছিলেন। এক চোখধাঁধাঁনো জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনাটি ঘটে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, নবদম্পতি কনের বাড়িতে ছিলেন, যেখানে “প্রথম রাত” অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। জানা গিয়েছে, নগেন্দ্র মিষ্টি আনতে বেরিয়েছিলেন এবং ফিরে এসে তিনি দেখতে পান তাঁদের জন্য নির্ধারিত ঘরটি তালাবদ্ধ। এর পর বারবার দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে, পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনরা দরজা ভেঙে হর্ষিতাকে নিথর অবস্থায় দেখতে পান।
advertisement
তারা তাঁকে দ্রুত পেনুকোণ্ডা সরকারি হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু উভয় পরিবারকেই গভীর শোকে গ্রাস করেছে। নববধূর এই কঠোর পদক্ষেপের কারণ এখনও জানা যায়নি। বিয়ের অনুষ্ঠানের কনের ছবিতে কোনও স্পষ্টতই কোনও কষ্টের ইঙ্গিত পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুন : ভর দুপুরে খোলা রাস্তায় তরুণী কন্টেন্ট ক্রিয়েটরের সামনে হস্ত*মৈথুন যুবকের! সোশ্যাল মিডিয়ায় পোস্ট স্বমেহনের ভিডিও!
স্থানীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং মৃত্যুর কারণ ও পরিস্থিতির তদন্ত করছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ ঘিরে একাধিক ধোঁয়াশা কাটবে বলে পুলিশ আধিকারিকদের ধারণা৷
advertisement
Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New Bride: বর প্রাণপণে ধাক্কা দিলেও খুলল না দরজা! বিয়ের রাতেই নিজেকে 'শেষ' করলেন নতুন কনে!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement