JNU Election: রাতে ঘুরল খেলা! পরাস্ত এবিভিপি, JNU বামেদেরই! সব আসনের রংই লাল

Last Updated:

JNU Election: একটা সময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত একটি আসনেও জিততে পারল না আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। জিতল সেই বামেরাই।

JNU-তে বামেদের জয়
JNU-তে বামেদের জয়
নয়াদিল্লি: নিজেদের অস্বিস্তের জানান ভাল ভাবেই দিল বামেরা। গোটা দেশের রাজনীতিতে বামেদের যখন ক্রমশ ফিকে বলে ধরে নিচ্ছেন অনেকেই, সেখানে জেএনইউ-এর বাম দুর্গ অক্ষত রাখল তাঁরা। ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিপুল জয় পেল বাম ছাত্র সংগঠনগুলি। ছাত্র সংসদের চারটি প্যানেলেই জয়ী হয়েছে বাম ছাত্রজোটের প্রার্থীরা। একটা সময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত একটি আসনেও জিততে পারল না আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।
রবিবার দুপুর থেকে জেএনইউ-তে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। বাম জমানার অবসান ঘটিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলছিল। ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট বাক্স খুলতেই সেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু রাতেই বদলে গেল সব হিসেব। গণনা এগোতেই দেখা গেল, ABVP-র প্রার্থীদের পিছনে ফেলে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে বাম প্রার্থীরা। রাত ১১টার পর ঘোষণা করা হল আনুষ্ঠানিক ফল। সেন্ট্রাল প্যানেলের চার আসনেই জিতল বাম জোটের প্রার্থীরা।
advertisement
advertisement
advertisement
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। তিনি ৯২৭ ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থীরা।
advertisement
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদ- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক- সবকটিতেই জয়ী হয়েছে বাম ছাত্রজোট। রবিবার রাতে ৫৬৫৬টি ব্যালট গোনার পরে সেন্ট্রাল প্যানেলের ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফল অনুযায়ী, আইসা-র(aisa) ধনঞ্জয় সভাপতি পদে জিতেছেন ৯২২ ভোটে। তিনি পেয়েছেন ২৫৯৮ ভোটে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরা পেয়েছেন ১৬৭৬টি ভোট। এসএফআই (sfi)-এর অভিজিৎ ঘোষ সহ সভাপতি পদে জয়ী হয়েছেন ৯২৭টি ভোটে। তিনি পেয়েছেন ২৪০৯ ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র দীপিকা শর্মা পেয়েছেন ১৪৮২ ভোট। বাপসা (BAPSA)-এর প্রিয়াংশি আর্যা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ৯২৬ ভোটে। তিনি পেয়েছেন ২৮৮৭ ভোট, তাঁর বিরুদ্ধে এবিভিপির অর্জুন আনন্দ পেয়েছেন ১৯৬১ ভোট। বামেদের মহম্মদ সাজিদ যুগ্ম সম্পাদক পদে জিতেছেন ৫০৮ ভোটে। তিনি পেয়েছেন ২৫৭৪ ভোট। তাঁর বিরুদ্ধে এবিভিপির গোবিন্দ ডাঙ্গি পেয়েছেন ২০৬৬ ভোট।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
JNU Election: রাতে ঘুরল খেলা! পরাস্ত এবিভিপি, JNU বামেদেরই! সব আসনের রংই লাল
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement