Abhijit Ganguly BJP Candidate: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Abhijit Ganguly BJP Candidate: গত কয়েকদিন ধরে তৈরি হওয়া জল্পনাতেই কার্যত পড়ল সিলমোহর। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তমলুকে প্রার্থী অভিজিৎ
তমলুকে প্রার্থী অভিজিৎ
কলকাতা: বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর তার সঙ্গে সঙ্গেই গত কয়েকদিন ধরে তৈরি হওয়া জল্পনাতেই কার্যত পড়ল সিলমোহর। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিজেপির হয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি মাসেই কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। যোগ দেন বিজেপিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিলিগুড়ির জনসভার মঞ্চেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন
এ মাসেই বিচারপতি পদ থেকে সরে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তমলুকের বিভিন্ন জায়গায় তাঁর নামে শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই জল্পনাই সত্যি হল।
advertisement
advertisement
ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণার আগেই নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের হরিপুরে দেওয়াল লিখনও শুরু হয়। রবিবার প্রার্থীতালিকায় সবটাই স্পষ্ট করে দিল বিজেপি। তমলুকে বিজেপির পার্থী প্রাক্তন বিচারপতি। প্রতিপক্ষে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhijit Ganguly BJP Candidate: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement