দিলীপ ঘোষের লড়াই এবার আরও কঠিন! বদলে গেল কেন্দ্র, তাঁর বদলে মেদিনীপুরে কে?
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Dilip Ghosh: রাজ্য বিজেপির 'মুখ' দিলীপ ঘোষ প্রার্থী হলেন বটে। তবে তাঁর কেন্দ্র বদল হয়ে গেল। মেদিনীপুরের ছেড়ে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের লড়াইয়ে তাঁকে নামাল গেরুয়া ব্রিগেড। কীর্তি আজাদের বিরুদ্ধে লড়বেন তিনি।
কলকাতা: জল্পনা ছিলই। তবে সেই জল্পনা যে সত্যি হবে তা কে ভেবেছিল!
বাংলার ২৩টি আসনে প্রার্থী দিতে গিয়ে বেশ চাপেই পড় বিজেপি। রবিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণাতেও বাদ রয়ে গেল তিনটি আসনে। ১৯টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলে রাজ্যের পদ্ম শিবির।
রাজ্য বিজেপির ‘মুখ’ দিলীপ ঘোষ প্রার্থী হলেন বটে। তবে তাঁর কেন্দ্র বদল হয়ে গেল। মেদিনীপুরের ছেড়ে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের লড়াইয়ে তাঁকে নামাল গেরুয়া ব্রিগেড।
advertisement
advertisement
দিলীপ ঘোষের সংসদীয় কেন্দ্র মেদিনীপুরের প্রার্থী বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল। তবে দিলীপের লড়াই কি আরও কঠিন হয়ে গেল? এই নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- মা মানেকা পেলেও বিজেপির টিকিট অধরা পুত্র বরুণ গান্ধির, পিলিভিটের প্রার্থী কে?
মেদিনীপুর থেকে জুন মালিয়ার বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। প্রশ্ন, কেন দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হল মেদিনীপুর থেকে? দিলীপ ঘোষের তৈরি করা ভিতে কেন দাঁড় করানো হল অগ্নিমিত্রা পালকে!
advertisement
দিলীপ ঘোষ বললেন, আমাকে বলা হয়েছিল। আমি আমার মত জানিয়েছি। তবে পার্টি যা সিদ্ধান্ত নিয়েছে মেনে নিচ্ছি। ১৮টা জিতেছিলাম। দেখিয়ে দিয়েছিলাম, আমরা পারি। কীর্তি আজাদের বিরুদ্ধে লড়ব। গোটা বাংলা আমার চেনা। একটা সময় ওই জায়গায় সাইকেল নিয়ে ঘুরেছি। আমার কোনও মান-অভিমান নেই।
বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর পর থেকেই দিলীপ ঘোষের সক্রিয়তা কিছুটা কমে গিয়েছিল। চলতি মাসের প্রথমে আরামবাগ ও কৃষ্ণনগরের সভায় মোদির সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করেছিলেন।
advertisement
আরও পড়ুন- পেইনকিলার-অ্যান্টিবায়োটিক, দাম বাড়বে ৮০০ অতি প্রয়োজনীয় ওষুধের! কবে থেকে জানুন
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় ২০টি আসনে দিলীপ ঘোষের নাম ছিল না। তার পর থেকেই জল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে টিকিট দিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 12:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিলীপ ঘোষের লড়াই এবার আরও কঠিন! বদলে গেল কেন্দ্র, তাঁর বদলে মেদিনীপুরে কে?