সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের ! মৃত্যু হেড কনস্টেবলের
Last Updated:
সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানি সেনার বিরুদ্ধে। গুলিবর্ষণের জেরে শহিদ হলেন এক ভারতীয় জওয়ান।
#শ্রীনগর: দেশে যেমন নোট সমস্যা মিটছে না ৷ তেমনি সীমান্তে ভারত-পাকিস্তান দু’দেশের গোলাগুলি চলাও অব্যাহত ৷ ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৷ কাশ্মীরের রাজৌরি সেক্টরে সোমবার পাক সেনাদের গুলিবর্ষণে শহিদ হলেন বিএসএফ-এর হেড কনস্টেবল রাজ সিং ৷
ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুঁড়ছে পাকিস্তানি সেনারা ৷ ভারতও তার জবাব দিচ্ছে ৷ রবিবার রাতে পাক সেনাদের মর্টার ও গুলিতে আহত হন চার জওয়ান ৷ এদিন ভোরে শহিদ হন হেড কনস্টেবল রাজ সিং ৷
উরি হামলার পর সীমান্তের ওপারে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার পর প্রায় দেড় মাস কেটে গেলেও সীমান্তের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷ বরং অবনতিই হয়েছে ৷ এর মধ্যে পাকিস্তান প্রায় ২৮৬ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ৷ দিন দু’য়েক আগেও রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন নৌসেরা ও সুন্দরবানী এলাকার ভারতীয় সেনা পোস্ট ও সাধারণ মানুষের জনবসতি লক্ষ্য করে মর্টার ও গুলি ছোঁড়ে পাকিস্তানি সেনা। এর ফলে এক মহিলা ও এক বিএসএফ জওয়ান আহত হন। দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এর ফলে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2016 10:07 AM IST