অ্যাসিড হামলার হুমকি আসত, ভয় পেতাম আজই হয়ত আমার জীবনের শেষ রাত: জয়া প্রদা
Last Updated:
‘আমার রাজনৈতিক জীবনে অনেক রকমের হুমকি পেয়েছি ৷ কখনও অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি কিংবা কখনও জীবন পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার হুমকি ৷ একটা সময় ছিল, যখন বাড়ি থেকে বেরোলে জানতান আর হয়তো আজ বেঁচে ফিরতে পারব না ৷’
#মুম্বই: অমর সিংয়ের সঙ্গে জয়াপ্রদার সম্পর্কের সমীকরণটা ঠিক কি ? তাই নিয়ে অনেক বিতর্ক রয়েছে ৷ এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতা তথা রাজনীতিবিদ জয়া প্রদা ৷
কুইনসলাইনে লিটারেচার ফেস্টিভ্যালে বিখ্যাত সাহিত্যিক রাম কোমলকে দেওয়া সাক্ষাৎকারে জয়াপ্রদা বলেন, ‘লোকে আমাদের সম্পর্ক অনেক কু-কথা বলে ঠিকই ৷ কিন্তু আমি তাঁকে গডফাদার হিসেবেই মানি ৷ তবে, লোকে তা মানতে নারাজ ৷ তাই আমি অমর সিং-কে যদি রাখিও পরাই ৷ তবু, লোকে কুনজরেই দেখবে আমাদের সম্পর্ককে ৷’
সমাজবাদী পার্টির নেত্রী ছিলেন জয়াপ্রদা ৷ উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি ৷ এরপর সেই দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে ৷ এরপর অমর সিংয়ের সঙ্গে তিনি যোগ দেন রাষ্ট্রীয় লোক মঞ্চ রাজনৈতিক দলে ৷
advertisement
advertisement
জয়প্রদা আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে আমাকে অনেকেই সাহায্য করেছেন ৷ কিন্তু তার মধ্যে অমর সিংয়ের সাহায্য আমি সবথেকে বেশি পেয়েছি ৷ তাই উনি আমার কাছে গডফাদার ৷’
মহিলা হিসেবে এই পুরুষতান্ত্রিক সমাজে একজন রাজনীতিবিদ হওয়া যথেষ্ট কষ্টসাধ্য ৷ এই প্রসঙ্গে রামপুরের সাংসদ আজম খানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জয়াপ্রদা ৷ তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে অনেক রকমের হুমকি পেয়েছি ৷ কখনও অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি কিংবা কখনও জীবন পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার হুমকি ৷ একটা সময় ছিল, যখন বাড়ি থেকে বেরোলে জানতান আর হয়তো আজ বেঁচে ফিরতে পারব না ৷’
advertisement
এই কঠিন রাজনৈতিক জীবনে কারওর থেকে কোনওদিন কোনও সাহায্য পাননি জয়াপ্রদা ৷ তাই আফসোসের সুরে তিনি জানান, ‘আমার দু:সময়েও কেউ এগিয়ে আসেনি আমার দিকে ৷ কোনও রাজনীতিবিদ সাহায্যের হাত বাড়িয়ে দেননি ৷ এমনকী, মুলায়ম সিং জিও আমাকে একটি ফোন পর্যন্ত করেননি ৷ একটা সময় ছিল যখন মনে হয়েছিল আত্মহত্যাই আমার সমস্যার সমাধান ৷ সেই সময়ই অমর সিং-কে আমি পাশে পাই ৷ তাই আমাদের সম্পর্ক খুব ভাল ৷ কিন্তু লোকে অনেক কথা বলে ৷ আজ যদি আমি তাঁকে রাখিও পরাই ৷ তবুও মনে হয় না লোকে বাজে কথা বলা বন্ধ করবে আমাদের সম্পর্ক নিয়ে ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2019 10:03 PM IST