বিহারের জামুইয়ে লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল বেশ কিছু কামরা! ট্রেন চলাচলে বিঘ্ন
- Published by:Tias Banerjee
Last Updated:
জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টে সিমেন্ট বোঝাই মালগাড়ির ১৯টি ওয়াগন লাইনচ্যুত, ১০টি নদীতে পড়ে। হাওড়া-দিল্লি লাইনে রেল চলাচল বন্ধ, হতাহতের খবর নেই।
একটি মালগাড়ির অন্তত ১৯টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ১০টি ওয়াগন সেতু থেকে নীচে নদীতে পড়ে যায়। এই ঘটনায় রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। বিহারের জামুই জেলায় এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদিও স্বস্তির বিষয়, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টের কাছে বারুয়া নদীর উপর থাকা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। জসিডিহ–ঝাঝা রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি আচমকাই লাইনচ্যুত হয়। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ, সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দে একের পর এক ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি জসিডিহ–ঝাঝা মূল রেললাইনের ব্রিজ নম্বর ৬৭৬ এবং খুঁটি নম্বর ৩৪৪/১৮-এর কাছে, যা আসানসোল রেল ডিভিশনের অধীনে পড়ে।
advertisement
advertisement
দুর্ঘটনায় সেতুর উপর থাকা বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায় এবং অন্তত ১০টি ওয়াগন সেতু থেকে সরাসরি নীচে নদীতে পড়ে। মালগাড়িতে বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই ছিল। ওয়াগনগুলি উল্টে যাওয়ায় সিমেন্টের বস্তা ছড়িয়ে পড়ে সেতু ও আশপাশের এলাকায়। রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
এই দুর্ঘটনার জেরে আপ ও ডাউন—দু’দিকের রেল চলাচলই বন্ধ হয়ে যায়। কিউল–জসিডিহ শাখায় চলাচলকারী একাধিক যাত্রী ও মালগাড়ি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, আরপিএফ ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
Dec 28, 2025 1:17 PM IST








