ইভাঙ্কা যে ড্রেস পরে ভারতে এলেন, তার দাম কত জানেন!

Last Updated:

এটা ইভাঙ্কার দ্বিতীয়বার ভারত সফর৷ এই সফরে আহমেদাবাদ বিমানবন্দরে ইভাঙ্কা নামলেন দুর্দান্ত রঙীন বেবি ব্লু ও লাল মিডি ফ্লোরাল প্রিন্ট পোশাক পরে৷

#আহমেদাবাদ: ২০১৭ সালেও পোশাকে নজর কেড়েছিলেন তিনি৷ আজ অর্থাত্‍ সোমবার বাবা-মা ও স্বামীর সঙ্গে ভারত সফরেও পোশাকে নজর কাড়লেন৷ তিনি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প৷ ফ্লোরাল আউটফিটে ইভাঙ্কা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷
ভারতে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ভারতে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প
এটা ইভাঙ্কার দ্বিতীয়বার ভারত সফর৷ এই সফরে আহমেদাবাদ বিমানবন্দরে ইভাঙ্কা নামলেন দুর্দান্ত রঙীন বেবি ব্লু ও লাল মিডি ফ্লোরাল প্রিন্ট পোশাক পরে৷ প্রোয়েনজা স্কওলার ব্র্যান্ডের৷ তবে এই পোশাকে এ বারেই প্রথম নয় ইভাঙ্কার৷ এই একই ফ্লোরাল পোশাকে ২০১৯ সালে আর্জেন্টিনায় গিয়েছিলেন ইভাঙ্কা৷
advertisement
advertisement
২০১৯ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনায় ইভাঙ্কা ২০১৯ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনায় ইভাঙ্কা
গত বছর সেপ্টেম্বরে এই ড্রেস পরে আর্জেন্টিনা গিয়েছিলেন ইভাঙ্কা৷ পোশাকটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭১ হাজার ৩৩১ টাকা৷ একটি অসাধারণ কানের দুলও পরেছেন ইভাঙ্কা৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও এসেছেন ভারতে৷ ডাকসাইটে সুন্দরী ইভাঙ্কাকে নিয়েও উচ্ছ্বাসের শেষ নেই৷ এর আগে ২০১৭ সালে ইভাঙ্কা একাই এসেছিলেন ভারতে৷ সে বার তিনি গিয়েছিলেন হায়দরাবাদে৷
advertisement
Global Entrepreneurship Summit ২০১৭-এ যোগ দিতে হায়দরাবাদে এসেছিলেন ইভাঙ্কা৷ তিন দিন ছিলেন৷ মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ছাড়াও ইভাঙ্কা খবরের শীর্ষে থাকেন তাঁর স্টাইল ও ফ্যাশনেও৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইভাঙ্কা যে ড্রেস পরে ভারতে এলেন, তার দাম কত জানেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement