Vagbhatananda Park at Karakkad, Vadakara is now open to public.
— Kadakampally Surendran (@kadakampalli) January 6, 2021
The park is built by @KeralaTourism dept. in memory of renaissance hero & social reformer Vagbhatananda guru. The park has leisure center, gym, badminton court, public well, toilet & sidewalk among other facilities. pic.twitter.com/gB50sIGtsn
৫ জানুয়ারি পার্কটির উদ্বোধন হয়। তার পর থেকেই পার্কটির ছবি ভাইরাল হতে শুরু করে। কোঝিকড়ের একটি ছোট্ট এলাকার এই পার্কের ছবি দেখে সবাই রীতিমতো মুগ্ধ। পার্ক তৈরির পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের প্রশংসাতেও মুখর নেটিজেনরা। পার্কের ব্যবস্থাপনা নিয়ে কমেন্ট বক্সে নানা তথ্য তুলে ধরেছেন তাঁরা। পার্কের ব্যবস্থাপনা ও গড়ে ওঠা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন IAS অফিসার পি বালা কিরণও। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের কথায়, কেরলের এই পার্ক দেশের অন্য রাজ্যের কাছে একটি রোল মডেল। শহরাঞ্চলের সৌন্দর্যায়নের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পার্ক।A small #Kerala village near Vadakara saying aao kabhi haveli pe. pic.twitter.com/rAXwPWpoUA
— Nandagopal Rajan (@nandu79) January 6, 2021
উল্লেখ্য, পার্কের আশেপাশেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্ক-সংলগ্ন এলাকায় রয়েছে একটি বাস স্টপ, মাছের বাজার ও প্রশস্ত রাস্তা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো পার্কটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে আশেপাশের এলাকায় ট্র্যাফিকের কোনও রকম সমস্যা না হয়!Transformative Urban spaces with strong pedestrian facilities need of the hour. We are proud to have implemented one such project Vagbhatananda park at Vadakara, Kozhikode district. https://t.co/eb6G1v481L
— P Bala Kiran. IAS (@balakiran_ias) January 6, 2021