পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলে প্রতি মাসে অ্যাকাউন্টে চলে আসবে হাজার হাজার টাকা!

Last Updated:

Post Office Small Savings Scheme: রেগুলার ইনকামের জন্য মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme-MIS) সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷

#নয়াদিল্লি: পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম রয়েছে যেখানে ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য মোটা টাকা সেভিংস করতে পারবেন ৷ পোস্ট অফিসের স্কিমে (Post Office Saving Schemes) ইনভেস্ট করার সুবিধা হচ্ছে এখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন ৷ রেগুলার ইনকামের জন্য মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme-MIS) সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে (Post Office MIS) দেশের যে কোনও নাগরিক ইনভেস্ট করতে পারবেন ৷ এই যোজনার মাধ্যমে আপনি আপনার পরিবারের জন্য প্রতি মাসে গ্যারেন্টিড ৪৯৫০ টাকা ইনকামের ব্যবস্থা করতে পারবেন ৷ এখানে সিঙ্গল বা জয়েন্ট দু’ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement
এই যোজনায় এককালীন টাকা জমা রাখতে হয় ৷ ওই টাকার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে ৷ এই যোজনায় ৫ বছরের জন্য টাকা জমা রাখতে হবে ৷ এরপর সেটা ৫-৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে ৷ বর্তমানে এমআইএস-এ জমা টাকার উপরে সরকার ৬.৬ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement
স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে নিন...
  • যোজনা: মান্থলি ইনকাম স্কিম (MIS)
  • সুদ: ৬.৬ শতাংশ সুদ
  • ন্যূনতম জমা রাখতে হবে ১০০০ টাকা
  • অধিকতম (সিঙ্গল অ্যাকাউন্টে) জমা রাখতে পারবেন- ৪.৫ লক্ষ টাকা
  • অধিকতম (জয়েন্ট অ্যাকাউন্টে) জমা রাখতে পারবেন - ৯ লক্ষ টাকা
  • জয়েন্ট অ্যাকাউন্টে অধিকতম ৩ জনের নাম থাকতে পারে কিন্তু ৯ লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না
  • ম্যাচিউরিটি পিরিয়ড - ৫ বছর, তবে ৫ বছর পর আরও ৫-৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে
advertisement
কীভাবে ক্যালকুলেট করা হয় মান্থলি ইনকাম?
এই স্কিমে একবারে এককলানী টাকা ইনভেস্ট করতে হয় ৷ বার্ষিক সুদের হার হিসেবে গোটা বছরের যে টাকা হয় সেটি ১২ মাসে ভাগ করে দেওয়া হয় ৷ মাসের হিসেবে অ্যাকাউন্টে সুদের টাকা ক্রেডিট করা হয় ৷
কীভাবে মাসে ৫০০০ টাকা পাবেন ?
এর জন্য পোস্ট অফিসে গিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এককালীন ৯ লক্ষ টাকা জমা রাখতে হবে ৷ বার্ষিক সুদ ৬.৬ হিসেবে বছরে সুদের টাকা ৫৯৪০০ টাকা হয় ৷ অর্থাৎ প্রতি মাসে ৪৯৫০ টাকা হয় ৷ সিঙ্গল অ্যাকাউন্টে এককালীন ৪.৫ লক্ষ টাকা জমা রাখলে ৬.৬ শতাংশ হিসেবে বছরে সুদ হয় ২৯৭০০ টাকা ৷ অর্থাৎ মাসে ২৪৭৫ টাকা ৷
advertisement
কীভাবে খুলবেন অ্যাকাউন্ট ?
এর জন্য পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে ৷ আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি ও ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে ৷ ২টি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে ৷ এরপর পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে ৷ এই ফর্ম অনলাইনেও ডাউনলোড করা যেতে পারে ৷ ফর্মে নমিনির নাম দিতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে ১০০০ টাকা ক্যাশ বা চেকের মাধ্যমে জমা দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলে প্রতি মাসে অ্যাকাউন্টে চলে আসবে হাজার হাজার টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement