#নয়াদিল্লি: একঘেঁয়ে চাকরি ছেড়ে নিজের ব্যবসা (How can I start my own business?) শুরু করার কথা অনেকেই ভেবে থাকেন ৷ কিন্তু যে কোনও ব্যবসা শুরু করতে প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হয় ৷ এবং প্রথম দিকে ব্যবসা থেকে লাভ হবেই এরকম কিছু নিশ্চিত থাকে না ৷ ফলে অনেকেই এই রিস্ক নিতে ভয় পান এবং ব্যবসা করার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন ৷ আপনিও কী ব্যবসা করবেন, না করবেন না সেই নিয়ে দোলাচলে রয়েছেন ? তাহলে জেনে রাখুন মোটা টাকা আয় করার সুপারহিট একটি বিজনেস আইডিয়া রয়েছে (Superhit business plan) ৷ অনলাইন ফুয়েল (online fuel business)অর্থাৎ ডিজেল বিক্রি করে কোটিতে আয় করতে পারবেন ৷
এর জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), পেট্রোলিয়াম প্রসেস ইঞ্জিনিয়ারিং সার্ভিস কম্পানি (PESCO)-র মতো সংস্থা সাহায্য করবে ৷ এর পাশাপাশি সরকারেরও সাহায্য নিতে পারবেন ৷ এই বিষয়ে স্টার্টআপ সংস্থা পেপফুয়েল ডট কমের (startup Pepfuel.com) সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তাদের থেকেই বিস্তারিত জানা গিয়েছে কীভাবে ডোর টু ডোর ফুয়েল বিক্রির ব্যবসা করা যেতে পারে ৷
পেপফুয়েল ডটকম সরকারের তরফে (https://pepfuels.com/) মান্যতাপ্রাপ্ত একটি স্টার্টআপ ৷ এটি একটি থার্ড পার্টি এগ্রিগেটর ৷ এই অ্যাপে গ্রাহকরা অনলাইন বা মেসেজের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ৷ নয়ডার টিকেন্দ্র, প্রতীক ও সন্দীপ এই তিনজন মিলে এই স্টার্টআপ শুরু করেছেন ৷ ব্যবসা শুরু করার কয়েক বছরের মধ্যে সংস্থার বার্ষিক টার্নওভার প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷
দেখে নিন কীভাবে শুরু করবেন ব্যবসা -
স্টার্টআপের ফাউন্ডার টিকেন্দ্র জানিয়েছেন এই বিষয়ে অনেক রিসার্চ করা হয়েছে ৷ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে এবং অনলাইনে তাদের ফিডব্যাক নেওয়া হয়েছে ৷ ফিডব্যাকে জানা যায় যে প্রত্যেক দু’জনে একজন জানিয়েছেন পেট্রোল ও ডিজেলের অনলাইন অ্যাপ থাকা উচিৎ ৷ পেট্রোল ও ডিজেলের অনলাইন ডেলিভারিতে অনেকটাই রিস্ক রয়েছে ৷ টিকেন্দ্র জানিয়েছেন, ২০১৬ পর্যন্ত দেশে পেট্রোলের অনলাইন ডেলিভারির জন্য অনুমতি ছিল না ৷ সম্প্রতি এর জন্য অনুমতি দিয়েছে সরকার ৷ বর্তমানে কেবল ডিজেল ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে ৷
তেল সংস্থার তরফে মিলবে সাহায্য-
সংস্থার আরেক ফাউন্ডার সন্দীপ জানিয়েছেন,‘আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোলিয়াম প্রসেস ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মতো তেল সংস্থাগুলিকে আলাদা আলাদা করে আইডিয়া পাঠিয়েছিলাম ৷ পাশাপাশি আমাদের স্টার্টআপের আইডিয়া পিএমও-তেও পাঠিয়েছিলাম ৷ কয়েকদিন পর PMO থেকে উত্তর আসে ৷ এরপর ফরিদাবাদ স্থিত ইন্ডিয়ান অয়েলের তরফে আমাদের ব্যবসার প্রোজেক্ট রিপোর্ট অর্থাৎ ডিপিআর চাওয়া হয় ৷ প্রোজেক্টের ডিপিআর পাঠানো হয় ৷ ইন্ডিয়ান অয়েলের তরফে প্রোজেক্টের জন্য অনুমতি দেওয়ার পর ব্যবসা শুরু হয় ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Business idea, Doorstep Diesel Delivery, Online Fuel Business