পেনশনভোগীদের জন্য অ্যালার্ট! ট্রেজারি থেকে ফোন এলে করতে হবে এই কাজ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Cyber Fraud Alert: বেশ কিছু পদ্ধতি সামনে এসেছে যার মাধ্যমে সাইবার অপরাধীরা গ্রাহকদের ঠকাচ্ছেন ৷
#নয়াদিল্লি: সরকারি পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ দেশের পেনশনভোগীরা বর্তমানে সাইবার অপরাধীদের টার্গেটে রয়েছেন ৷ গত কয়েক মাসে পেনশনভোগীদের সঙ্গে প্রতারনার একাধিক ঘটনা সামনে এসেছে ৷ সাইবার অপরাধীরা এমন সময় এবং পদ্ধতি ব্যবহার করছেন যে অ্যাকাউন্ট হোল্ডাররা বোঝার আগেই তাদের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে ৷ জানা গিয়েছে, এরকম বেশ কয়েকজন রয়েছে যাঁদের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার লোকসান হয়েছে ৷ সাধারন মানুষকে ফ্রডের হাত থেকে বাঁচানোর জন্য News18Hindi-এর তরফে গ্রাহকদের সচেতন করার জন্য একটি সিরিজ চালানো হয়েছে ৷ বেশ কিছু পদ্ধতি সামনে এসেছে যার মাধ্যমে সাইবার অপরাধীরা গ্রাহকদের ঠকাচ্ছেন ৷
বেঁচে থাকার প্রমান পত্র দিতে হবে -
advertisement
দেখা গিয়েছে, সাইবার অপরাধীরা প্রথমে টার্গেট সিলেক্ট করে তাদের ফোন করেছেন ৷ ফোনে বলা হয় আপনি যদি আপনার পেনশন জারি রাখতে চান তাহলে নিজের জীবিত হওয়ার প্রমান পত্র জমা দিতে হবে ৷ তারপর বলা হয় অনলাইনেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন ৷ এই ভাবে কথা বলতে বলতে ব্যাঙ্কের ডিটেল নেওয়ার চেষ্টা করা হয় ৷ ভুল করে কেউ ব্যাঙ্কের ডিটেল দিয়ে দিলে কয়েক মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যায় সমস্ত টাকা ৷
advertisement
প্রতারকদের জালে পুলিশকর্মী-
চলতি বছরের জুন মাসে কানপুরের কল্যাণপুরের বাসিন্দা রামকুমার শুক্লার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ৬ লক্ষ টাকা ৷ অন্যদিকে, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রাজেশ কুমারের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে ৷ অগাস্ট ২০২১ সাইবার ফ্রডরা উত্তরপ্রদেশের অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রামসেবক ১৫ লক্ষ ৯০ হাজার টাকা খুইয়েছেন ৷
advertisement
সন্ধে বা রাতের দিকে সাধারনত এই ফোন কল করা হয় -
সাধারনত প্রতারকরা সন্ধে বা রাতের দিকে ফোন করে থাকে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে সেই সময় ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা সম্ভব নয় ৷ যাঁরা অবসরপ্রাপ্ত তাঁদের মধ্যে বেশিরভাগ জন খুব এখটা টেক সেভি নয় যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ট্রানজাকশন আটকে দেবে ৷ ফলে এই সময়টাই বেছে নিয়েছে সাইবার অপরাধীরা ৷
advertisement
সাইবার ফ্রডস্টাররা প্রতিদিন নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে মানুষদের টাকা লুট করছে ৷ ফলে সকলকেই টাকা পয়সার বিষয়ে সব সময়েই সতর্ক থাকতে হবে ৷ আপনাকে যদি কেউ ফোন করে বলে যে ট্রেজারি থেকে ফোন করছি তাহলে ভুলেও সেটা বিশ্বাস করবেন না ৷ এরকম ফোন এলে নিজে ট্রেজারিতে গিয়ে খোঁজ নিন ৷ কাউকে কখনও ভুলেও ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য দেবেন না ৷ সাইবার ফ্রডের শিকার হয়ে থাকলে 115260 নম্বরে ফোন ডায়েল করে অভিযোগ জানাতে পারবেন ৷ এর পাশাপাশি সাইবার ক্রাইমের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷ সব সময় মনে রাখবেন ব্যাঙ্কের কর্মীরা কখনও আপনাকে ফোন করে অ্যাকাউন্টের বা কার্ডের ডিটেল চাইবেন না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 4:58 PM IST