পেনশনভোগীদের জন্য অ্যালার্ট! ট্রেজারি থেকে ফোন এলে করতে হবে এই কাজ

Last Updated:

Cyber Fraud Alert: বেশ কিছু পদ্ধতি সামনে এসেছে যার মাধ্যমে সাইবার অপরাধীরা গ্রাহকদের ঠকাচ্ছেন ৷

#নয়াদিল্লি: সরকারি পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ দেশের পেনশনভোগীরা বর্তমানে সাইবার অপরাধীদের টার্গেটে রয়েছেন ৷ গত কয়েক মাসে পেনশনভোগীদের সঙ্গে প্রতারনার একাধিক ঘটনা সামনে এসেছে ৷ সাইবার অপরাধীরা এমন সময় এবং পদ্ধতি ব্যবহার করছেন যে অ্যাকাউন্ট হোল্ডাররা বোঝার আগেই তাদের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে ৷ জানা গিয়েছে, এরকম বেশ কয়েকজন রয়েছে যাঁদের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার লোকসান হয়েছে ৷ সাধারন মানুষকে  ফ্রডের হাত থেকে বাঁচানোর জন্য News18Hindi-এর তরফে গ্রাহকদের সচেতন করার জন্য একটি সিরিজ চালানো হয়েছে ৷ বেশ কিছু পদ্ধতি সামনে এসেছে যার মাধ্যমে সাইবার অপরাধীরা গ্রাহকদের ঠকাচ্ছেন ৷
বেঁচে থাকার প্রমান পত্র দিতে হবে -
advertisement
দেখা গিয়েছে, সাইবার অপরাধীরা প্রথমে টার্গেট সিলেক্ট করে তাদের ফোন করেছেন ৷ ফোনে বলা হয় আপনি যদি আপনার পেনশন জারি রাখতে চান তাহলে নিজের জীবিত হওয়ার প্রমান পত্র জমা দিতে হবে ৷ তারপর বলা হয় অনলাইনেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন ৷ এই ভাবে কথা বলতে বলতে ব্যাঙ্কের ডিটেল নেওয়ার চেষ্টা করা হয় ৷ ভুল করে কেউ ব্যাঙ্কের ডিটেল দিয়ে দিলে কয়েক মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যায় সমস্ত টাকা ৷
advertisement
প্রতারকদের জালে পুলিশকর্মী-
চলতি বছরের জুন মাসে কানপুরের কল্যাণপুরের বাসিন্দা রামকুমার শুক্লার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ৬ লক্ষ টাকা ৷ অন্যদিকে, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রাজেশ কুমারের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে ৷ অগাস্ট ২০২১ সাইবার ফ্রডরা উত্তরপ্রদেশের অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রামসেবক ১৫ লক্ষ ৯০ হাজার টাকা খুইয়েছেন ৷
advertisement
সন্ধে বা রাতের দিকে সাধারনত এই ফোন কল করা হয় -
সাধারনত প্রতারকরা সন্ধে বা রাতের দিকে ফোন করে থাকে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে সেই সময় ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা সম্ভব নয় ৷ যাঁরা অবসরপ্রাপ্ত তাঁদের মধ্যে বেশিরভাগ জন খুব এখটা টেক সেভি নয় যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ট্রানজাকশন আটকে দেবে ৷ ফলে এই সময়টাই বেছে নিয়েছে সাইবার অপরাধীরা ৷
advertisement
সাইবার ফ্রডস্টাররা প্রতিদিন নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে মানুষদের টাকা লুট করছে ৷ ফলে সকলকেই টাকা পয়সার বিষয়ে সব সময়েই সতর্ক থাকতে হবে ৷ আপনাকে যদি কেউ ফোন করে বলে যে ট্রেজারি থেকে ফোন করছি তাহলে ভুলেও সেটা বিশ্বাস করবেন না ৷ এরকম ফোন এলে নিজে ট্রেজারিতে গিয়ে খোঁজ নিন ৷ কাউকে কখনও ভুলেও ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য দেবেন না ৷ সাইবার ফ্রডের শিকার হয়ে থাকলে 115260 নম্বরে ফোন ডায়েল করে অভিযোগ জানাতে পারবেন ৷ এর পাশাপাশি সাইবার ক্রাইমের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷ সব সময় মনে রাখবেন ব্যাঙ্কের কর্মীরা কখনও আপনাকে ফোন করে অ্যাকাউন্টের বা কার্ডের ডিটেল চাইবেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পেনশনভোগীদের জন্য অ্যালার্ট! ট্রেজারি থেকে ফোন এলে করতে হবে এই কাজ
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement