Bank of Baroda গ্রাহকদের জন্য বড় খবর! ব্যাঙ্কের তরফে শুরু করা হল বিশেষ পরিষেবা

Last Updated:

দেশ ও বিদেশের গ্রাহকরা এই পরিষেবার সুবিধা নিতে পারবেন৷ এই অ্যাপের সমস্ত পরিষেবা 24×7 জারি থাকবে ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) বুধবার তাদের ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ‘বব ওয়ার্ল্ড’ (Bob world) লঞ্চ করার ঘোষণা করেছে ৷ গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্ক তাদের ডিজিটাল ব্যাঙ্কিং (Digital banking services) সঙ্গে যুক্ত সমস্ত পরিষেবা একই স্থানে নিয়ে আসার উদ্দেশ্য এই পরিষেবা চালু করেছে ৷ বব ওয়ার্ল্ডের এই প্ল্যাটফর্মে সেভিংস, ইনভেস্টমেন্ট, ঋণ-সহ বিভিন্ন পরিষেবা প্রদান করার উদ্দেশ্য  ডিজাইন করা হয়েছে ৷
ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মে ২২০-র বেশি পরিষেবা পাওয়া যাবে ৷ এখানে রিটেল ব্যাঙ্কিং সংক্রান্ত প্রায় ৯৫ শতাংশ পরিষেবা সামিল রয়েছে ৷ দেশ ও বিদেশের গ্রাহকরা এই পরিষেবার সুবিধা নিতে পারবেন৷ এই অ্যাপের সমস্ত পরিষেবা 24×7 জারি থাকবে ৷
‘বব ওয়ার্ল্ড’ মাত্র ১০ মিনিটে ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি মুহূর্তের মধ্যে ভার্চুয়াল ডেবিট কার্ড জারি করে দেয় ৷ লোনের জন্য অনলাইন আবেদন করতে পারবেন ৷ পরীক্ষামূলক ভাবে বব ওয়ার্ল্ড ২৩ অগাস্ট থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ ৫০ লক্ষের বেশি গ্রাহকরা ইতিমধ্যেই এই অ্যাপ ব্যবহার করছে ৷ ৭০ শতাংশের বেশি গ্রাহকরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বব ওয়ার্ল্ড অ্যাপকে ৫ স্টার রেটিং দিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে গ্রাহকদের এই পরিষেবা 24*7 দেওয়ার উদ্দেশ্য এই প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়েছে ৷ সমস্ত পরিষেবা এক ছাদের তলায় নিয়ে আসায় তাদের মূল উদ্দেশ্য ৷ বব ওয়ার্ল্ডে Save, Invest, Borrow and Shop- এই চারটি সেগমেন্টে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করা হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank of Baroda গ্রাহকদের জন্য বড় খবর! ব্যাঙ্কের তরফে শুরু করা হল বিশেষ পরিষেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement