Bank of Baroda গ্রাহকদের জন্য বড় খবর! ব্যাঙ্কের তরফে শুরু করা হল বিশেষ পরিষেবা

Last Updated:

দেশ ও বিদেশের গ্রাহকরা এই পরিষেবার সুবিধা নিতে পারবেন৷ এই অ্যাপের সমস্ত পরিষেবা 24×7 জারি থাকবে ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) বুধবার তাদের ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ‘বব ওয়ার্ল্ড’ (Bob world) লঞ্চ করার ঘোষণা করেছে ৷ গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্ক তাদের ডিজিটাল ব্যাঙ্কিং (Digital banking services) সঙ্গে যুক্ত সমস্ত পরিষেবা একই স্থানে নিয়ে আসার উদ্দেশ্য এই পরিষেবা চালু করেছে ৷ বব ওয়ার্ল্ডের এই প্ল্যাটফর্মে সেভিংস, ইনভেস্টমেন্ট, ঋণ-সহ বিভিন্ন পরিষেবা প্রদান করার উদ্দেশ্য  ডিজাইন করা হয়েছে ৷
ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মে ২২০-র বেশি পরিষেবা পাওয়া যাবে ৷ এখানে রিটেল ব্যাঙ্কিং সংক্রান্ত প্রায় ৯৫ শতাংশ পরিষেবা সামিল রয়েছে ৷ দেশ ও বিদেশের গ্রাহকরা এই পরিষেবার সুবিধা নিতে পারবেন৷ এই অ্যাপের সমস্ত পরিষেবা 24×7 জারি থাকবে ৷
‘বব ওয়ার্ল্ড’ মাত্র ১০ মিনিটে ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি মুহূর্তের মধ্যে ভার্চুয়াল ডেবিট কার্ড জারি করে দেয় ৷ লোনের জন্য অনলাইন আবেদন করতে পারবেন ৷ পরীক্ষামূলক ভাবে বব ওয়ার্ল্ড ২৩ অগাস্ট থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ ৫০ লক্ষের বেশি গ্রাহকরা ইতিমধ্যেই এই অ্যাপ ব্যবহার করছে ৷ ৭০ শতাংশের বেশি গ্রাহকরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বব ওয়ার্ল্ড অ্যাপকে ৫ স্টার রেটিং দিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে গ্রাহকদের এই পরিষেবা 24*7 দেওয়ার উদ্দেশ্য এই প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়েছে ৷ সমস্ত পরিষেবা এক ছাদের তলায় নিয়ে আসায় তাদের মূল উদ্দেশ্য ৷ বব ওয়ার্ল্ডে Save, Invest, Borrow and Shop- এই চারটি সেগমেন্টে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করা হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank of Baroda গ্রাহকদের জন্য বড় খবর! ব্যাঙ্কের তরফে শুরু করা হল বিশেষ পরিষেবা
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement