মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

দেখে নিন কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?

#নয়াদিল্লি: কম টাকা ইনভেস্ট করে ব্যবসা (Start own Business) শুরু করার পরিকল্পনা থাকলে রয়েছে দারুন একটি বিজনেস আইডিয়া (Start Small level business) ৷ মাত্র ৫০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে কোটিতে আয় (Earn Money) করতে পারবেন ৷ কম বাজেটে মোমোর ব্যবসা (Momo’s business) শুরু করে বিপুল টাকা আয় করার সুযোগ রয়েছে ৷
বিভিন্ন ধরনের খাবারের চাহিদা সব সময়ই থাকে ৷ কিন্তু বেশি বাজেট না থাকায় অনেকেরই ব্যবসা শুরু করার ইচ্ছে থাকলে সেটা শুরু করতে পারেন না ৷ মোমোর ব্যবসা করার আরও একটি সুবিধা হল এটা মাত্র ৫০০০ টাকায় শুরু করা যাবে ৷ মোমো স্ট্রিট ফুডের মধ্যে বেশ জনপ্রিয় একটি খাবার ৷ আপনি দেশের যে কোনও শহরে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷
advertisement
দিল্লির পূজা মহাজন ২০০৪ সালে চাকরি ছেড়ে মোমোজ ট্রলি শুরু করেছিলেন ৷ ২-৩ বছর মোমোজ ট্রলি চালানোর পর লোন নিয়ে তিনি নিজে মোমোর ফ্যাক্টরি শুরু করেন ৷ প্রথমে ছোট স্কেলে ব্যবসা শুরু করলেও ভাল আয় হওয়ার পর ব্যবসা বাড়াতে শুরু করেন এবং বর্তমানে কোটিতে আয় করেন তিনি ৷ পূজা জানিয়েছেন, চাকরি ছেড়ে এই ব্যবসা শুরু করা খুব একটা সহজ ছিল না তাঁর জন্য ৷ প্রথম দিকে প্রায় অর্ডারই পেতেন না ৷ কিন্তু ধীরে ধীরে ব্যবসা জনপ্রিয় শুরু হতে থাকে এবং বর্তমানে দেশের একাধিক রেস্তোরাঁয় মোমো সাপ্লাই করেন তিনি ৷
advertisement
advertisement
দেখে নিন কী করতে হবে ?
  • প্রথমে ব্যবসার জন্য একটি আকর্ষণীয় নাম রাখতে হবে ৷
  • এরপর মোমোর মেনু বানাতে হবে ৷
  • আপনার শহর অনুযায়ী কী দাম হবে সেটা সেট করতে হবে ৷
  • প্রথম দিকে কম মোমো তৈরি করবেন ৷ পরে কাস্টোমার অনুযায়ী বাড়াতে পারেন ৷ তবে কোয়ালিটির উপর বিশেষ নজর রাখতে হবে ৷
  • এখন সব কিছুই ডিজিটাল হয়ে গিয়েছে ৷ Facebook, Instagram, WhatsApp এ নিজের পেজ বানিয়ে ফেলুন প্রোমোশনের জন্য ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement