আপনার কাছে রয়েছে Airtel-এর সিম? তাহলে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার সুবিধা...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Airtel Sim: এয়ারটেল তাদের দুটি প্রিপেড রিচার্জের সঙ্গে বিনামূল্যে কী সুবিধা দিচ্ছেন ? দেখে নিন এক নজরে...
#নয়াদিল্লি: এয়ারটেলের গ্রাহকদের জন্য সুখবর ! সংস্থার তরফে গ্রাহকদের রিচার্জ প্ল্যানে সরাসরি ৪ লক্ষ টাকার সুবিধা দেওয়া হচ্ছে ৷ ২৭৯ টাকার রিচার্জ প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে ৷ যাঁদের কাছে এয়াটেলের সিম রয়েছে তাঁরা এই ৪ লক্ষ টাকার সুবিধা পেয়ে যাবেন ৷
সাধারণত জীবন বিমা বা স্বাস্থ্য বিমার সুবিধা নেওয়ার জন্য প্রিমিয়াম জমা দিতে হয় ৷ কিন্তু এরকম বেশ কিছু সংস্থা এবং সরকারি যোজনা রয়েছে যেখানে স্বাস্থ্য বিমা বিনামূল্যে পাওয়া যায় ৷ দেখে নিন এক নজরে-
Airtel-এর ৪ লক্ষ টাকার টার্ম লাইফ ইনস্যুরেন্স-
advertisement
এয়ারটেল তাদের দুটি প্রিপেড রিচার্জের সঙ্গে বিনামূল্যে টার্ম লাইফ ইনস্যুরেন্সের সুবিধা দিয়ে থাকে ৷ এই দুটি প্ল্যান হচ্ছে ২৭৯ এবং ১৭৯ টাকার ৷ ২৭৯ টাকার প্ল্যানে অন্যান্য বেনিফিটের পাশাপাশি মিলবে ৪ লক্ষ টাকার টার্ম লাইফ ইনস্যুরেন্স ৷ অন্যদিকে ১৭৯ টাকার প্রিপেড রিচার্জে মিলবে ২ লক্ষ টাকার লাইফ ইনস্যুরেন্স ৷
advertisement
জনধন অ্যাকাউন্টের বিমা-
জনধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে রুপে ডেবিট কার্ড দেওয়া হয়ে থাকে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ এই রুপে কার্ডে ৩০ হাজার টাকার জীবন বিমা এবং ২ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কভার দেওয়া হয় ৷
ফ্রি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দিয়ে থাকে PNB-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক RuPay Platinum Debit Card-এ ২ লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দিয়ে থাকে ৷ এর পাশাপাশি একাধিক বিশেষ সুবিধা দেওয়া হয় ৷
advertisement
EPFO দিয়ে থাকে ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার-
EPFO সদস্যদের ইনস্যুরেন্স কভারের সুবিধা দিয়ে থাকে EDLI Insurance cover ৷ স্কিমে নমিনিকে অধিকতম ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার দেওয়া হয় ৷
LPG-তে ৫০ লক্ষ টাকার বিমা-
এলপিজি কানেকশনের সঙ্গে গ্রাহকদের পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভার দেওয়া হয় ৷ ৫০ লক্ষ টাকার এই বিমা LPG সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ বা ব্লাস্টের মতো দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 3:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার কাছে রয়েছে Airtel-এর সিম? তাহলে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার সুবিধা...

