আপনার কাছে রয়েছে Airtel-এর সিম? তাহলে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার সুবিধা...

Last Updated:

Airtel Sim: এয়ারটেল তাদের দুটি প্রিপেড রিচার্জের সঙ্গে বিনামূল্যে কী সুবিধা দিচ্ছেন ? দেখে নিন এক নজরে...

#নয়াদিল্লি: এয়ারটেলের গ্রাহকদের জন্য সুখবর ! সংস্থার তরফে গ্রাহকদের রিচার্জ প্ল্যানে সরাসরি ৪ লক্ষ টাকার সুবিধা দেওয়া হচ্ছে ৷ ২৭৯ টাকার রিচার্জ প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে ৷ যাঁদের কাছে এয়াটেলের সিম রয়েছে তাঁরা এই ৪ লক্ষ টাকার সুবিধা পেয়ে যাবেন ৷
সাধারণত জীবন বিমা বা স্বাস্থ্য বিমার সুবিধা নেওয়ার জন্য প্রিমিয়াম জমা দিতে হয় ৷ কিন্তু এরকম বেশ কিছু সংস্থা এবং সরকারি যোজনা রয়েছে যেখানে স্বাস্থ্য বিমা বিনামূল্যে পাওয়া যায় ৷ দেখে নিন এক নজরে-
Airtel-এর ৪ লক্ষ টাকার টার্ম লাইফ ইনস্যুরেন্স-
advertisement
এয়ারটেল তাদের দুটি প্রিপেড রিচার্জের সঙ্গে বিনামূল্যে টার্ম লাইফ ইনস্যুরেন্সের সুবিধা দিয়ে থাকে ৷ এই দুটি প্ল্যান হচ্ছে ২৭৯ এবং ১৭৯ টাকার ৷ ২৭৯ টাকার প্ল্যানে অন্যান্য বেনিফিটের পাশাপাশি মিলবে ৪ লক্ষ টাকার টার্ম লাইফ ইনস্যুরেন্স ৷ অন্যদিকে ১৭৯ টাকার প্রিপেড রিচার্জে মিলবে ২ লক্ষ টাকার লাইফ ইনস্যুরেন্স ৷
advertisement
জনধন অ্যাকাউন্টের বিমা-
জনধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে রুপে ডেবিট কার্ড দেওয়া হয়ে থাকে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ এই রুপে কার্ডে ৩০ হাজার টাকার জীবন বিমা এবং ২ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কভার দেওয়া হয় ৷
ফ্রি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দিয়ে থাকে PNB-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক RuPay Platinum Debit Card-এ ২ লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দিয়ে থাকে ৷ এর পাশাপাশি একাধিক বিশেষ সুবিধা দেওয়া হয় ৷
advertisement
EPFO দিয়ে থাকে ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার-
EPFO সদস্যদের ইনস্যুরেন্স কভারের সুবিধা দিয়ে থাকে EDLI Insurance cover ৷ স্কিমে নমিনিকে অধিকতম ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার দেওয়া হয় ৷
LPG-তে ৫০ লক্ষ টাকার বিমা-
এলপিজি কানেকশনের সঙ্গে গ্রাহকদের পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভার দেওয়া হয় ৷ ৫০ লক্ষ টাকার এই বিমা LPG সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ বা ব্লাস্টের মতো দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার কাছে রয়েছে Airtel-এর সিম? তাহলে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার সুবিধা...
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement