LIC-র সমস্ত পলিসি হোল্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, জেনে নিন এখুনি...

Last Updated:

বাড়িতে বসেই এখন প্যানের সঙ্গে এলআইসি পলিসি লিঙ্ক করতে পারবেন ৷ দেখে নিন কী করতে হবে-

#নয়াদিল্লি: LIC-র পলিসি করিয়ে থাকলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য জরুরি ৷ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের তরফে ট্যুইট করে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে ৷ পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা জরুরি ৷ নিজেদের ওয়েবসাইটে এই বিষয়ে জানিয়েছে এলআইসি ৷
সরকারের তরফে প্যান ও আধার লিঙ্কিংয়ের ডেডলাইন ৩০ সেপ্টেম্বর ২০২১ দেওয়া হয়েছে ৷ এরকমই একটি নিয়ম মার্কেট রেগুলেটর সেবি-র তরফেও নেওয়া হয়েছে এবং বিনিয়োগকারীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতে বলা হয়েছে ৷ একই ভাবে এলআইসি-র সঙ্গেও প্যান লিঙ্ক করার কথা বলা হয়েছে ৷
advertisement
advertisement
বাড়িতে বসেই এখন প্যানের সঙ্গে এলআইসি পলিসি লিঙ্ক করতে পারবেন ৷ দেখে নিন কী করতে হবে-
১. LIC-র ওয়েবসাইটে পলিসির লিস্টের সঙ্গে প্যানের তথ্য দিন ৷
২. এরপর নিজের মোবাইল নম্বর রেজিস্টার করুন ৷ এলআইসি-র তরফে মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷ সেটা দিতে হবে ৷
৩. ফর্ম সাবমিট হওয়ার পর রেজিস্ট্রেশন রিকোয়েস্ট সফল হওয়ার মেসেজ আসবে ৷
advertisement
৪. এরপর আপনাকে জানানো হবে যে পলিসির সঙ্গে প্যান লিঙ্ক হয়ে গিয়েছে ৷
পলিসির স্টেটাস কীভাবে চেক করবেন ?
  • প্রথমে https://www.licindia.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷ এরপর স্টেটাস জানার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে ৷
  • রেজিস্ট্রেশন করানোর জন্য কোনওরকমের চার্জ দিতে হবে না ৷ এর জন্য নিজের নাম, জন্মতারিখ, পলিসি নম্বর দিতে হবে ৷ একবার রেজিস্ট্রেশন হওয়ার পর যে কোনও সময় স্টেটাস চেক করতে পারবেন ৷
  • পলিসি সম্বন্ধে কিছু জানার থাকলে 022 6827 6827 নম্বরে ফোন করতে পারেন ৷ এছাড়া 9222492224 নম্বরে LICHELP<পলিসি নম্বর> লিখে মেসেজ পাঠাতে পারেন ৷ মেসেজ পাঠানোর জন্য কোনও টাকা কাটা হবে না ৷
advertisement
এসএমএস-এর মাধ্যমে কীভাবে মিলবে তথ্য ?
  • এসএমএস-পাঠিয়েও পলিসির স্টেটাস জানতে পারবেন ৷ এর জন্য 56677 নম্বরে SMS পাঠাতে হবে ৷
  • পলিসির প্রিমিয়াম সম্বন্ধে জানতে হলে ASKLIC PREMIUM লিখে 56677 নম্বরে SMS পাঠাতে হবে ৷
  • পলিসি ল্যাপ্স হয়ে গেলে ASKLIC REVIVAL টাইপ করে এসএমএস করতে হবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র সমস্ত পলিসি হোল্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, জেনে নিন এখুনি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement