#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের (State Bank of India) গ্রাহকদের জন্য রয়েছে সুখবর ! গ্রাহকদের ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স বিনামূল্যে (Free Insurance) দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ তবে এই সুবিধা কেবল জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের দেওয়া হচ্ছে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনা (PM Jan Dhan Scheme) ২০১৪ সালে শুরু করা হয়েছিল ৷ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ব্যাঙ্কিং পরিষেবার (আর্থিক পরিষেবা, সেভিংস, ক্রেডিট, বিমা, পেনশন) সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল জনধন যোজনা ৷
ব্যাঙ্কের তরফে জনধন গ্রাহকদের SBI Rupay Jandhan Card-এর সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এই কার্ডে ব্যাঙ্ক গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারের সুবিধা দিয়ে থাকে ৷ রুপে কার্ডের (Rupay Card) মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেও পারবেন এবং কার্ড ব্যবহার করে শপিং করারও সুবিধা রয়েছে ৷
ট্রান্সফার করার রয়েছে সুবিধা-
বেসিক সেভিংস অ্যাকাউন্টকে (Savings Account) জনধন যোজনা অ্যাকাউন্টে ট্রান্সফার করার বিকল্প রয়েছে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয় ৷ ২৮ অগাস্ট ২০১৮-এর মধ্যে খোলা জনধন অ্যাকাউন্টে জারি RuPay PMJDY কার্ডে মিলবে ১ লক্ষ টাকার বিমা ৷ ২৮ অগাস্ট ২০১৮-এর পর জারি RuPay কার্ডে মিলবে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট ৷
কীভাবে করবেন ক্লেম ?
এই যোজনায় দেশের বাইরে হওয়া দুর্ঘটনার ক্ষেত্রেও মিলবে ইনস্যুরেন্স কভার ৷ সঠিক কাগজপত্র জমা দিয়ে ভারতীয় মুদ্রায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷
কীভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন ?
নতুন জনধন অ্যাকাউন্ট খুলতে চাইলে (How to open Jandhan account) নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে ফর্ম জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এর জন্য ব্যাঙ্কের তরফে একটি ফর্ম দেওয়া হবে ৷ ফর্মে নিজের নাম, ব্যাঙ্ক ব্রাঞ্চে নাম, আবেদনকারীর ঠিকানা, নমিনি, বার্ষিক আয়, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কোড বা টাউন কোড ইত্যাদি তথ্য জমা দিতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jandhan Account, SBI