গ্রাহকদের বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে SBI !

Last Updated:

ব্যাঙ্কের তরফে জনধন গ্রাহকদের SBI Rupay Jandhan Card-এর সুবিধা দেওয়া হয়ে থাকে ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের (State Bank of India) গ্রাহকদের জন্য রয়েছে সুখবর ! গ্রাহকদের ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স বিনামূল্যে (Free Insurance) দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ তবে এই সুবিধা কেবল জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের দেওয়া হচ্ছে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনা (PM Jan Dhan Scheme) ২০১৪ সালে শুরু করা হয়েছিল ৷ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ব্যাঙ্কিং পরিষেবার (আর্থিক পরিষেবা, সেভিংস, ক্রেডিট, বিমা, পেনশন) সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল জনধন যোজনা ৷
ব্যাঙ্কের তরফে জনধন গ্রাহকদের SBI Rupay Jandhan Card-এর সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এই কার্ডে ব্যাঙ্ক গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারের সুবিধা দিয়ে থাকে ৷ রুপে কার্ডের (Rupay Card) মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেও পারবেন এবং কার্ড ব্যবহার করে শপিং করারও সুবিধা রয়েছে ৷
advertisement
advertisement
ট্রান্সফার করার রয়েছে সুবিধা-
বেসিক সেভিংস অ্যাকাউন্টকে (Savings Account) জনধন যোজনা অ্যাকাউন্টে ট্রান্সফার করার বিকল্প রয়েছে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয় ৷ ২৮ অগাস্ট ২০১৮-এর মধ্যে খোলা জনধন অ্যাকাউন্টে জারি RuPay PMJDY কার্ডে মিলবে ১ লক্ষ টাকার বিমা ৷ ২৮ অগাস্ট ২০১৮-এর পর জারি RuPay কার্ডে মিলবে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট ৷
advertisement
কীভাবে করবেন ক্লেম ?
এই যোজনায় দেশের বাইরে হওয়া দুর্ঘটনার ক্ষেত্রেও মিলবে ইনস্যুরেন্স কভার ৷ সঠিক কাগজপত্র জমা দিয়ে ভারতীয় মুদ্রায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷
কীভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন ?
নতুন জনধন অ্যাকাউন্ট খুলতে চাইলে (How to open Jandhan account) নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে ফর্ম জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এর জন্য ব্যাঙ্কের তরফে একটি ফর্ম দেওয়া হবে ৷ ফর্মে নিজের নাম, ব্যাঙ্ক ব্রাঞ্চে নাম, আবেদনকারীর ঠিকানা, নমিনি, বার্ষিক আয়, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কোড বা টাউন কোড ইত্যাদি তথ্য জমা দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে SBI !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement