#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Samman Nidhi Yojana) সরকার কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে এই ৬০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার নবম কিস্তি সরকারের তরফে জারি করে দেওয়া হয়েছে ৷ ৯ অগাস্ট ২০২১ ৯.৭৫ কোটির বেশি সুবিধাভোগী কৃষক পরিবারের অ্যাকাউন্টে ১৯,৫০০ কোটি টাকার বেশি ট্রান্সফার করা হয়েছে ৷ করোনা মহামারির সময় এই স্কিমের মাধ্যমে দেশের ছোট কৃষকদের প্রায় ১ লক্ষ কোটি টাকার বেশি সাহায্য করা হয়েছে ৷ এই স্কিম ২০১৯ সালে শুরু করা হয়েছিল ৷
PM KISAN জিওআই অ্যাপের মাধ্যমে করুন রেজিস্ট্রেশন-
পিএম কিষানের অনলাইন পোর্টাল www.pmkisan.gov.in বা মোবাইল অ্যাপের মাধ্যমে এই স্কিমে সহজেই রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এই স্কিম আরও মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এনআইসি (National Informatics Centre) একটি মোবাইল অ্যাপ ডেভেলপ ও ডিজাইন করেছে ৷ এই যোজনার লাভ নেওয়ার জন্য নিকটতম ডাকঘর সিএসসি কাউন্টার (Post Office CSC counters) থেকেও রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
নতুন রেজিস্ট্রেশনের জন্য পিএম কিষানের পোর্টালের মাধ্যমে আবেদন করা যেতে পারে ৷ এর পাশাপাশি Google Play Store থেকে PMKisan GOI Mobile App ডাউনলোড করে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ মোবাইল অ্যাপের ভাষা আপনার স্থানীয় ভাষায় অনুবাদ করা যাবে ৷ খুব সহজেই যে কেউ এই অ্যাপের মাধ্যমে কিষান যোজনায় নিজেকে রেজিস্টার করাতে পারবেন ৷
দেখে নিন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।