International Flights: এই ১৮টি দেশের ৪৯টি শহরে এখন ভারতীয়রা বিমান পরিষেবা পাচ্ছেন, দেখে নিন তালিকা

Last Updated:

Indians Can Travel to These 49 Cities Across 18 Countries in September: ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যাও বেশ কিছুটা বাড়ানো হল ৷ সেপ্টেম্বরে যে সমস্ত ইন্টারন্যাশনাল রুটে ভারত থেকে ফ্লাইট চলাচল করছে, তার একটা তালিকা নীচে দেওয়া হল ৷

নয়াদিল্লি: করোনার জেরে গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইটের স্বাভাবিক পরিষেবা ৷ যে সমস্ত ফ্লাইটগুলি চলছে, তা ভারত এবং সেই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তি অনুযায়ী চলছে ৷ কয়েক মাস আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুনরায় প্রায় সব আন্তর্জাতিক বিমান চলাচলই বন্ধ হতে বসেছিল ৷ তবে সেই ধাক্কা সামলে উঠে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা ৷ ডোমেস্টিক ফ্লাইট পরিষেবা এখন দেশে অনেকটাই স্বাভাবিক ৷ প্রচুর সংখ্যায় যাত্রীও হচ্ছে প্রতিদিন ৷ সেইসঙ্গে এবার ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যাও বেশ কিছুটা বাড়ানো হল ৷ সেপ্টেম্বরে যে সমস্ত ইন্টারন্যাশনাল রুটে ভারত থেকে ফ্লাইট চলাচল করছে, তার একটা তালিকা নীচে দেওয়া হল ৷
একনজরে যে সমস্ত দেশে যাওয়ার জন্য ‘এয়ার বাবল’ চুক্তিতে ভারতীয়রা এখন সরাসরি ফ্লাইট পরিষেবা পাবেন-
advertisement
আফগানিস্তান- কাবুল
বাহরিন
বাংলাদেশ- ঢাকা
কানাডা- টরোন্টো, ভ্যাঙ্কুভার
advertisement
ফ্রান্স- প্যারিস
জার্মানি- ফ্রাঙ্কফার্ট
জাপান- টোকিও (নারিতা)
কেনিয়া- নাইরোবি
কুয়েত
মলদ্বীপ
নেপাল- কাঠমাণ্ডু
ওমান- মাস্কট
কাতার- দোহা
রাশিয়া- মস্কো
শ্রীলঙ্কা- কলম্বো
সংযুক্ত আরব আমিরশাহি- দুবাই, আবুধাবি
advertisement
ব্রিটেন- লন্ডন, বার্মিংহ্যাম
মার্কিন যুক্তরাষ্ট্র- শিকাগো, ওয়াশিংটন, নেওয়ার্ক, স্যান ফ্রান্সিস্কো
বেশ কয়েকমাস বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ভারত থেকে বিমান চলাচল শুরু হয়েছে ৷ পর্যটকদের জন্যও ভিসার নিয়ম অনেকটাই শিথিল করেছে বেশ কিছু দেশ ৷ শুধু এশিয়া বা আফ্রিকা নয়, ইউরোপের বিভিন্ন দেশও এখন ভারতীয় পর্যটকদের জন্য খুলে গিয়েছে ৷ ফলে করোনার তৃতীয় ঢেউ না এলে ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে ভারত থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা ৷ তবে একইসঙ্গে কেন্দ্রীয় সরকার এখনও ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল স্বাভাবিক করার জন্য সবুজ সঙ্কেত দেয়নি ৷ বরং তা প্রতি মাসেই পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ তাতে স্বভাবতই হতাশ ট্রাভেল সংস্থাগুলি ৷ কারণ যেভাবে দেশে ডোমেস্টিক বিমান পরিষেবা আগের তুলনায় এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তেমনি আন্তর্জাতিক রুটেও বিমান চলাচল হোক আবার আগের মতো ৷ এমনটাই আর্জি ট্রাভেল সংস্থাগুলির ৷ কারণ করোনার জেরে গত বছর মার্চ থেকে ভারতে ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে ট্যুরিজম সংস্থাগুলির ৷
বাংলা খবর/ খবর/দেশ/
International Flights: এই ১৮টি দেশের ৪৯টি শহরে এখন ভারতীয়রা বিমান পরিষেবা পাচ্ছেন, দেখে নিন তালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement