Chandrayaan-3 Mission : চন্দ্রযান ৩ মিশনের স্বীকৃতি! জ্যাক সুইগার্ট পুরস্কার জিতলেন ইসরোর বিজ্ঞানীরা
- Published by:Sayani Rana
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। ভারতীয় বিজ্ঞানীদের কাজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এবার সেই কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ জন এল ‘জ্যাক’ সুইগার্ট জুনিয়র পুরস্কার জিতলেন চন্দ্রযান ৩ মিশনের বিজ্ঞানীরা।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। ভারতীয় বিজ্ঞানীদের কাজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এবার সেই কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ জন এল ‘জ্যাক’ সুইগার্ট জুনিয়র পুরস্কার জিতলেন চন্দ্রযান ৩ মিশনের বিজ্ঞানীরা।
হিউস্টনে ভারতের কনসাল জেনারেল ডিসি মঞ্জুনাথ, কলোরাডোতে বার্ষিক মহাকাশ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পেস ফাউন্ডেশনের সবচেয়ে বড় পুরস্কার।
advertisement
advertisement
স্পেস ফাউন্ডেশন একটি স্পেস বিজ্ঞপ্তিতে বলেছে, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইসরোর চন্দ্রযান ৩ মিশন মহাকাশ অনুসন্ধানের পিছনে মানব আকাঙ্খাকে বোঝার এবং সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করেছে।
স্পেস ফাউন্ডেশনের সিইও হিদার প্রিংল জানুয়ারিতে এক বিবৃতিতে বলেছিলেন, “মহাকাশে ভারতের নেতৃত্ব বিশ্বের কাছে অনুপ্রেরণা”। তাঁর কথায়, “চন্দ্রযান ৩ টিমের অগ্রণী ভূমিকা মহাকাশ অনুসন্ধানের স্তরকে বাড়িয়ে দিয়েছে। চন্দ্রপৃষ্ঠে তাদের অসাধারণ ল্যান্ডিং সবার কাছে মডেল। আপনাদের অভিনন্দন। আগামী দিনে আপনারা যা যা করতে চলেছেন, তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি”।
advertisement
প্রসঙ্গত, গোটা বিশ্ব দেখেছে, নাসা কীভাবে প্রচণ্ড প্রতিকূলতা কাটিয়ে মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। সেই ঘটনার কথা স্মরণে রেখেই স্পেস ফাউন্ডেশন স্পেস সিম্পোজিয়ামে প্রতি বছর জ্যাক সুইগার্ট পুরস্কার চালু করেছিল।
বলে রাখা ভাল, মহাকাশ গবেষণায় কোনও কোম্পানি বা মহাকাশ সংস্থার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জন এল “জ্যাক” সুইগার্ট জুনিয়র পুরস্কার দেওয়া হয়। জন এল “জ্যাক” সুইগার্ট জুনিয়র ছিলেন মহাকাশচারী। কলোরাডোর বাসিন্দা, সুইগার্ট কিংবদন্তি অ্যাপোলো ১৩ চন্দ্র অভিযানে অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন জেমস এ লাভেল জুনিয়র এবং ফ্রেড হাইসের সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন। তাঁর স্মৃতিতেই এই পুরস্কার দেওয়া হয়।
advertisement
গত বছরের অগাস্ট মাসে মিশন চন্দ্রযান ৩ অভিযান চালায় ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাসের পাতায় নাম লেখান ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের এই অঞ্চলে অবতরণকারী বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে ভারত। ভারতের আগে কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখেনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 4:28 PM IST