Allu Arjun : অল্লু অর্জুনের বাড়ি তছনছ করলেন ভক্ত! জন্মদিনে তারকার সঙ্গে একী কাণ্ড, তোলপাড় নেটপাড়া

Last Updated:

Allu Arjun : সোমবার অর্থাৎ আজ পুষ্পা খ্যাত তারকা অল্লু অর্জুনের জন্মদিন। সেই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে বহু ভক্ত তাঁর বাড়ির বাইরে ভিড় করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকেই তাঁকে দেখার জন্য সেখানে গিয়ে হাজির হন। তখনই এক অনুরাগী অনিচ্ছাবশত তারকার বাড়ির কিছুটা অংশও ভেঙে ফেলেন।

অল্লু অর্জুন
অল্লু অর্জুন
হায়দরাবাদ : সোমবার অর্থাৎ আজ পুষ্পা খ্যাত তারকা অল্লু অর্জুনের জন্মদিন। সেই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে বহু ভক্ত তাঁর বাড়ির বাইরে ভিড় করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকেই তাঁকে দেখার জন্য সেখানে গিয়ে হাজির হন। বহু অপেক্ষার পর যখন তিনি ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন তখন ঘটে বিপত্তি। ভিড় খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক অনুরাগীর অনিচ্ছাবশত তারকার বাড়ির কিছুটা অংশও ভেঙে ফেলেন।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রিয় তারকাকে একটাবার চোখের দেখা দেখার জন্য তাঁর জন্মদিনের দিন  হায়দরাবাদে অভিনেতার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন তাঁর গুণমুগ্ধ ভক্তরা। সঙ্গে ছিল পাপারাৎজিদের ভিড়ও। ধৈর্য্য ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর, যখন প্রিয় তারকা সামনে আসেন, তখনই বাঁধ ভাঙে সকলের উচ্ছ্বাস। উৎসাহী ভক্তরা কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়েন। কয়েকজন দেওয়াল পেরিয়ে তার কাছে এগিয়ে যেতে চান, আর তাতে ঘটে বিপত্তি। হঠাৎই টাল সামলাতে না পেরে দক্ষিণী সুপারস্টারের বাড়ির পাঁচিলের উপর থেকে এক ভক্ত পড়ে যান। এতে বাড়ির কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
advertisement
এক পাপারাৎজি ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে হয়ে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে প্রিয় তারকার জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনুরাগীরা ভিড় জমিয়েছেন। কয়েকটি ছেলে একে অপরের কাঁধের উপর উঠে তারকাকে দেখার চেষ্টা করছেন। আর এই করতে গিয়েই ভারসাম্য হারিয়ে পাঁচিলের উপর থেকে এক ভক্ত পড়ে যান। সঙ্গে অনিচ্ছাবশত ছিঁড়ে ফেলেন অল্লু অর্জুনের বাড়ির পাঁচিলে লাগানো কনসার্টিনার তারটিও, যার ফলে তার বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
প্রসঙ্গত, আজই তাঁর জন্মদিনে ‘পুস্পা ২’-এর প্রথম টিজার প্রকাশ্যে এসেছে। টিজারে অল্লু অর্জুনকে আবার পুষ্প রাজ হিসাবে ফিরে পেয়ে খুশি তাঁর ভক্তরা। টিজারে তারকাকে একেবারে অন্য অবতারে দেখে মুগ্ধ অনুরাগীরা। অল্লু অর্জুন X-এ টিজারটি শেয়ার করে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছার জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই! আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। আমার ধন্যবাদের ভাষা হিসাবে আপনাদের জন্য রইল এই টিজারটি!”
advertisement
advertisement
অল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা। ‘পুস্পা’তে তাঁদের রসায়ন বহু দর্শকের মনে দাগ কেটা গিয়েছিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun : অল্লু অর্জুনের বাড়ি তছনছ করলেন ভক্ত! জন্মদিনে তারকার সঙ্গে একী কাণ্ড, তোলপাড় নেটপাড়া
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement