Indians Giving up Indian Citizenship: এদেশের নাগরিকত্ব ছাড়ছেন লাখে লাখে মানুষ! পাকাপাকি বিদেশে থাকতে চাইছেন ভারতীয়রা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Citizenship in India: ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বিগত সাত বছরে ৮.৫ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
#নয়াদিল্লি: ভারতবর্ষ ছেড়ে বিদেশের নাগরিক হয়ে চলে যাচ্ছেন লাখে লাখে মানুষ! মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ১,৬৩,৩৭০ জন ভারতীয় নাগরিক, এদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০১৯ সালে, ১,৪৪,০১৭ জন ভারতীয় তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেন। গত এক বছরে ব্যাপকভাবে বেড়েছে এদেশ ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা!
লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ হাজি ফজলুর রহমানের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই তথ্যটি জানান। ২০১৯ থেকে শুরু করে এখনও অবধি এদেশের নাগরিকত্ব ত্যাগকারী ভারতীয় নাগরিকদের সংখ্যা, দেশ ছেড়ে যাওয়ার কারণ এবং তাঁরা যে দেশে নাগরিকত্ব পেয়েছেন সে সম্পর্কে বিশদ জানতে চেয়েছিলেন ফজলুর রহমান।
advertisement
advertisement
সরকারি তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রেই পাকাপাকি বসবাস করতে পছন্দ করছেন বেশিরভাগ ভারতীয়। ২০২০ সালে মার্কিন দেশে নাগরিকত্ব প্রাপ্ত ভারতীয়দের সংখ্যা ছিল ৩০,৮২৮, যা বেড়ে ২০২১ সালে হয়েছে ৭৮,২৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অস্ট্রেলিয়া দ্বিতীয় পছন্দের দেশ। যেখানে ২৩,৫৩৩ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন ১৩,৫১৮ জন ভারতীয়। কানাডায় প্রচুর পরিমাণে ভারতীয় প্রতি বছর পড়াশোনা এবং চাকরি করতে যান, ২০২১ সালে মোট ২১,৫৯৭ ভারতীয় কানাডার নাগরিকত্ব বেছে নিয়েছেন।
advertisement
২০২১ সালে কত কত ভারতীয় এদেশের নাগরিকত্ব ছেড়ে কোন কোন দেশে গেছেন দেখে নিন:
দেশ | ২০২১ সাল | ২০২০ সাল |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৭৮২৮৪ | ৩০৮২৮ |
অস্ট্রেলিয়া | ২৩৫৩৩ | ১৩৫১৮ |
কানাডা | ২১৫৯৭ | ১৭০৯৩ |
ইউনাইটেড কিংডম | ১৪৬৩৭ | ৬৪৮৯ |
ইতালি | ৫৯৮৬ | ২৩১২ |
নিউজিল্যান্ড | ২৬৪৩ | ২১১৬ |
সিঙ্গাপুর | ২৫১৬ | ২২৮৯ |
জার্মানি | ২৩৮১ | ২১৫২ |
নেদারল্যান্ডস | ২১৮৭ | ১২১৩ |
সুইডেন | ১৮৪১ | ১০৪৬ |
advertisement
গত বছরের ডিসেম্বরে সংসদ অধিবেশনে, নিত্যানন্দ রাই জানান, ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বিগত সাত বছরে ৮.৫ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 5:11 PM IST