Indians Giving up Indian Citizenship: এদেশের নাগরিকত্ব ছাড়ছেন লাখে লাখে মানুষ! পাকাপাকি বিদেশে থাকতে চাইছেন ভারতীয়রা!

Last Updated:

Citizenship in India: ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বিগত সাত বছরে ৮.৫ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

Indian Citizenship
Indian Citizenship
#নয়াদিল্লি: ভারতবর্ষ ছেড়ে বিদেশের নাগরিক হয়ে চলে যাচ্ছেন লাখে লাখে মানুষ! মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ১,৬৩,৩৭০ জন ভারতীয় নাগরিক, এদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০১৯ সালে, ১,৪৪,০১৭ জন ভারতীয় তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেন। গত এক বছরে ব্যাপকভাবে বেড়েছে এদেশ ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা!
লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ হাজি ফজলুর রহমানের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই তথ্যটি জানান। ২০১৯ থেকে শুরু করে এখনও অবধি এদেশের নাগরিকত্ব ত্যাগকারী ভারতীয় নাগরিকদের সংখ্যা, দেশ ছেড়ে যাওয়ার কারণ এবং তাঁরা যে দেশে নাগরিকত্ব পেয়েছেন সে সম্পর্কে বিশদ জানতে চেয়েছিলেন ফজলুর রহমান।
advertisement
advertisement
সরকারি তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রেই পাকাপাকি বসবাস করতে পছন্দ করছেন বেশিরভাগ ভারতীয়। ২০২০ সালে মার্কিন দেশে নাগরিকত্ব প্রাপ্ত ভারতীয়দের সংখ্যা ছিল ৩০,৮২৮, যা বেড়ে ২০২১ সালে হয়েছে ৭৮,২৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অস্ট্রেলিয়া দ্বিতীয় পছন্দের দেশ। যেখানে ২৩,৫৩৩ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন ১৩,৫১৮ জন ভারতীয়। কানাডায় প্রচুর পরিমাণে ভারতীয় প্রতি বছর পড়াশোনা এবং চাকরি করতে যান, ২০২১ সালে মোট ২১,৫৯৭ ভারতীয় কানাডার নাগরিকত্ব বেছে নিয়েছেন।
advertisement
২০২১ সালে কত কত ভারতীয় এদেশের নাগরিকত্ব ছেড়ে কোন কোন দেশে গেছেন দেখে নিন:
দেশ২০২১ সাল২০২০ সাল
মার্কিন যুক্তরাষ্ট্র৭৮২৮৪৩০৮২৮
অস্ট্রেলিয়া২৩৫৩৩১৩৫১৮
কানাডা২১৫৯৭১৭০৯৩
ইউনাইটেড কিংডম১৪৬৩৭৬৪৮৯
ইতালি৫৯৮৬২৩১২
নিউজিল্যান্ড২৬৪৩২১১৬
সিঙ্গাপুর২৫১৬২২৮৯
জার্মানি২৩৮১২১৫২
নেদারল্যান্ডস২১৮৭১২১৩
সুইডেন১৮৪১১০৪৬
advertisement
গত বছরের ডিসেম্বরে সংসদ অধিবেশনে, নিত্যানন্দ রাই জানান, ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বিগত সাত বছরে ৮.৫ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indians Giving up Indian Citizenship: এদেশের নাগরিকত্ব ছাড়ছেন লাখে লাখে মানুষ! পাকাপাকি বিদেশে থাকতে চাইছেন ভারতীয়রা!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement