Indian Shot in America: আমেরিকায় ভারতীয় যুবককে গুলি! মার্কিন পুলিশের ‘বর্ণবিদ্বেষের শিকার’ তেলঙ্গানার যুবক..দেহ ফিরিয়ে আনছে ভারত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যদিও সংবাদ পরিবেশনা সংস্থা NDTV জানিয়েছে, বর্ণবিদ্বেষের কারণেই টার্গেট করা হয়েছে নিজামুদ্দিনকে৷ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা৷
ওয়াশিংটন: ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গুলি করে মারল মার্কিন পুলিশ৷ ৩০ বছর বয়সি মহম্মদ নিজামুদ্দিনের মৃত্যুর ঘটনায় বর্ণ বিদ্বেষের অভিযোগ তুলছে তাঁর পরিবার৷ জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর নিজামুদ্দিনের রুমমেটের সঙ্গে তাঁর ঝামেলা হয়৷ কী কারণে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি অবশ্য৷ সেই সময়েই পুলিশের গুলিতে মৃত্যু হয় নিজামুদ্দিনের৷
যদিও সংবাদ পরিবেশনা সংস্থা NDTV জানিয়েছে, বর্ণবিদ্বেষের কারণেই টার্গেট করা হয়েছে নিজামুদ্দিনকে৷ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা৷
মৃত ভারতীয়ের বাবা মহম্মদ হাসনুদ্দিন ওয়াশিংটন ডিসি-তে থাকা ভারতীয় দূতাবাসে এবং সান ফ্রান্সিসকোর কুনস্যুলেট জেনারেলকে চিঠি পাঠিয়ে দাবি করেছএন, গত ১৮ সেপ্টেম্বর তাঁকে ফোন করে তাঁর ছেলের মৃত্যুর কথা জানানো হয়৷ অথচ ঘটনাটি ঘটেছে ৩ সেপ্টেম্বর৷ তাঁর ছেলেরই এক বন্ধু তাঁকে ফোনটি করেন৷
advertisement
advertisement
advertisement
এরপরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সহযোগিতায় ছেলের দেহ নিজেদের ভিটে মেহবুবনগরে ফিরিয়ে নিয়ে আনছেন তাঁর বাবা৷
নিহত নিজামুদ্দিনের বাবা জানিয়েছেন, ‘‘আজ সকালে (গত বৃহস্পতিবার) আমি জানতে পারি ওকে সান্টা ক্লারা পুলিশ গুলি করে মেরেছে এবং ওর দেহ সান্টা ক্লারা হাসপাতালে রয়েছে৷ পুলিশ কেন ওকে গুলি মেরেছে আমি জানি না৷’’
২০১৬ সালে ফ্লোরিডার কলেজে পড়তে গিয়েছিল নিজামুদ্দিন৷ পরে কাজ করতে শুরু করে সেখানে৷ সম্প্রতি কর্মসূত্রে প্রোমোশন পেয়ে ক্যালিফোর্নিয়া যায়৷ হাসনুদ্দিন বলেন, তাঁর ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে এমএস পড়ার পরে সেখানে একজন সফটওয়্যার পেশাদার হিসাবে কাজ করছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
September 19, 2025 9:59 AM IST