Mumbai Student Assault: স্কুলের শৌচালয়ে...৪ বছরের বাচ্চার সঙ্গে ৪০ বছরের মহিলা! এ কী করলেন... নারকীয় কাজ! পুলিশের জালে কর্মী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মুম্বইয়ের গোরেগাঁওয়ে পুলিশ স্কুল প্রাঙ্গণে চার বছর বয়সি এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি স্কুলের ৪০ বছর বয়সি এক মহিলাকর্মীকে গ্রেফতার করেছে। জানা গেছে, শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর ওই মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়।
মুম্বই: নিজের স্কুলেই নিরাপদ নয় ছাত্রছাত্রীরা৷ পশ্চিমবঙ্গে ক্লাস সেভেনের ১৩ বছরের ছাত্রীকে লাগাতার ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে তার স্কুলের ভৌত বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে৷ আর অন্যদিকে, দেশের আরেক প্রান্তে মহারাষ্ট্রের মুম্বইতে মাত্র ৪ বছর বয়সি ছাত্রীর উপরে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল ওই স্কুলেরই এক মহিলা কর্মীর বিরুদ্ধে৷
advertisement
মুম্বইয়ের গোরেগাঁওয়ে পুলিশ স্কুল প্রাঙ্গণে চার বছর বয়সি এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি স্কুলের ৪০ বছর বয়সি এক মহিলাকর্মীকে গ্রেফতার করেছে। জানা গেছে, শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর ওই মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, গোরেগাঁও থানার একজন আধিকারিক জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর মেয়েটির দিদিমা তাকে স্কুলে নামিয়ে দিয়ে যায়৷ তারপর মেয়েটি যখন বাড়ি ফিরে আসে, তখন সে তার গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। তার ডাক্তারি পরীক্ষা করানোর পরে, জানা যায়, তাঁর উপরে যৌন হেনস্থা করা হয়েছে৷ মেয়েটির পরিবার স্কুল প্রশাসনকে বিষয়টি জানায় এবং পুলিশে অভিযোগ দায়ের করে।
advertisement
অভিযোগের ভিত্তিতে, পুলিশ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে এবং স্কুলের মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে। গোরেগাঁও পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত মহিলা দুই বছরেরও বেশি সময় ধরে স্কুলে কর্মরত ছিলেন। তাঁরা আরও দাবি করেছেন যে তিনি শৌচাগারে মেয়েটিকে গোপনাঙ্গে স্পর্শ করেছিল। ইতিমধ্যে, স্কুলের তিনজন মহিলা সহকারী কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maharashtra
First Published :
September 18, 2025 5:09 PM IST