Rampurhat Student Death: পুলিশ আগেই ধরেছিল শিক্ষককে..‘না ছাড়লে হয়ত বেঁচে থাকত’! ছাত্রীকে আটকে খুন-ধর্ষণ, উত্তাল রামপুরহাট..টুকরো করে ছড়িয়ে দিয়েছিল দেহ

Last Updated:

এলাকাবাসীর কথায়, সেই সময় যদি পুলিশ বুঝতে পারত, তাহলে হয় বন্দি অবস্থা থেকে বাঁচানো যেত মেয়েটিকে৷ কিন্তু, নিখোঁজ থাকার ২০ দিন পরে গত মঙ্গলবার গ্রেফতার করা হয় ওই শিক্ষককে৷ তার বাড়ি থেকে মেলে সেক্স টয়, ভাইব্রেটর, কনডোম৷

News18
News18
রামপুরহাট, অক্ষয় ধীবর: বীরভূমে সপ্তম শ্রেণির ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রামপুরহাট৷ টানা ২০ দিন নিখোঁজ থাকার পরে গত মঙ্গলবার গ্রামেরই সেচ নালা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ছাত্রীর দেহের ৫টি পচাগলা টুকরো৷ তার আগেই ছাত্রীকে নির্জন এলাকায় একটি বাড়িতে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তার স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে৷ মনোজই দেহ ফেলার জায়গায় নিয়ে যায় পুলিশকে
advertisement
গোটা ঘটনায় উত্তেজিত, বিক্ষুব্ধ গ্রামবাসী এদিন ওই আদিবাসী ছাত্রীর স্কুলের সামনে বিক্ষোভ দেখান৷ এমনকি, প্রধান শিক্ষককে স্কুল থেকে টেনে হিঁচড়ে বের করে প্রবল মারধর করা হয়
advertisement
এলাকাবাসীর অভিযোগ, গত ২৮ অগাস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই আদিবাসী কিশোরী ছাত্রী৷ সেই দিনই রামপুরহাট থানায় অভিযোগ জানায় তার পরিবার৷ শিক্ষকের যোগ থাকার কথাও তোলে৷ কিন্তু, অভিযোগ, তাঁদের কথায় গুরুত্বই দেয়নি পুলিশ৷ তারপর গত ১ সেপ্টেম্বর মনোজ পালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু, জিজ্ঞাসাবাদ করার পরে কোনও তথ্য প্রমাণ না থাকায় ছেড়ে দেওয়া হয় তাকে
advertisement
এলাকাবাসীর কথায়, সেই সময় যদি পুলিশ বুঝতে পারত, তাহলে হয় বন্দি অবস্থা থেকে বাঁচানো যেত মেয়েটিকে৷ কিন্তু, নিখোঁজ থাকার ২০ দিন পরে গত মঙ্গলবার গ্রেফতার করা হয় ওই শিক্ষককে৷ তার বাড়ি থেকে মেলে সেক্স টয়, ভাইব্রেটর, কনডোম
advertisement
জানা গিয়েছে, এই শিক্ষকের সাথে তাঁর স্ত্রীর ছয় বছর আগে ডিভোর্স হয়ে যায়৷ এই শিক্ষক নাকি বিবাহিত জীবনেই বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ত৷ সেই কারণে স্ত্রীর সাথে বনিবনা হত না৷ সেই কারণেই ডিভোর্স৷
advertisement
তার স্কুলের পাশেই যে ভাড়া বাড়িতে থাকত সেখানেও নাকি সেই শিক্ষক তার কাজের মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে৷ সেই নিয়েও একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। মৃতদেহ ২০টি টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় ৷ এখনও পর্যন্ত দুটি বস্তা উদ্ধার হয়েছে৷ তবে ছাত্রীটির দেহের নীচের অংশ পাওয়া যায়নি৷ মনে করা হচ্ছে, তথ্য-প্রমাণ লোপাটের জন্য আরও কারও যোগ থাকতে পারে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Student Death: পুলিশ আগেই ধরেছিল শিক্ষককে..‘না ছাড়লে হয়ত বেঁচে থাকত’! ছাত্রীকে আটকে খুন-ধর্ষণ, উত্তাল রামপুরহাট..টুকরো করে ছড়িয়ে দিয়েছিল দেহ
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement