Rampurhat Student Death: পুলিশ আগেই ধরেছিল শিক্ষককে..‘না ছাড়লে হয়ত বেঁচে থাকত’! ছাত্রীকে আটকে খুন-ধর্ষণ, উত্তাল রামপুরহাট..টুকরো করে ছড়িয়ে দিয়েছিল দেহ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এলাকাবাসীর কথায়, সেই সময় যদি পুলিশ বুঝতে পারত, তাহলে হয় বন্দি অবস্থা থেকে বাঁচানো যেত মেয়েটিকে৷ কিন্তু, নিখোঁজ থাকার ২০ দিন পরে গত মঙ্গলবার গ্রেফতার করা হয় ওই শিক্ষককে৷ তার বাড়ি থেকে মেলে সেক্স টয়, ভাইব্রেটর, কনডোম৷
রামপুরহাট, অক্ষয় ধীবর: বীরভূমে সপ্তম শ্রেণির ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রামপুরহাট৷ টানা ২০ দিন নিখোঁজ থাকার পরে গত মঙ্গলবার গ্রামেরই সেচ নালা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ছাত্রীর দেহের ৫টি পচাগলা টুকরো৷ তার আগেই ছাত্রীকে নির্জন এলাকায় একটি বাড়িতে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তার স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে৷ মনোজই দেহ ফেলার জায়গায় নিয়ে যায় পুলিশকে৷
advertisement
গোটা ঘটনায় উত্তেজিত, বিক্ষুব্ধ গ্রামবাসী এদিন ওই আদিবাসী ছাত্রীর স্কুলের সামনে বিক্ষোভ দেখান৷ এমনকি, প্রধান শিক্ষককে স্কুল থেকে টেনে হিঁচড়ে বের করে প্রবল মারধর করা হয়৷
advertisement
এলাকাবাসীর অভিযোগ, গত ২৮ অগাস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই আদিবাসী কিশোরী ছাত্রী৷ সেই দিনই রামপুরহাট থানায় অভিযোগ জানায় তার পরিবার৷ শিক্ষকের যোগ থাকার কথাও তোলে৷ কিন্তু, অভিযোগ, তাঁদের কথায় গুরুত্বই দেয়নি পুলিশ৷ তারপর গত ১ সেপ্টেম্বর মনোজ পালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু, জিজ্ঞাসাবাদ করার পরে কোনও তথ্য প্রমাণ না থাকায় ছেড়ে দেওয়া হয় তাকে৷
advertisement
এলাকাবাসীর কথায়, সেই সময় যদি পুলিশ বুঝতে পারত, তাহলে হয় বন্দি অবস্থা থেকে বাঁচানো যেত মেয়েটিকে৷ কিন্তু, নিখোঁজ থাকার ২০ দিন পরে গত মঙ্গলবার গ্রেফতার করা হয় ওই শিক্ষককে৷ তার বাড়ি থেকে মেলে সেক্স টয়, ভাইব্রেটর, কনডোম৷
advertisement
জানা গিয়েছে, এই শিক্ষকের সাথে তাঁর স্ত্রীর ছয় বছর আগে ডিভোর্স হয়ে যায়৷ এই শিক্ষক নাকি বিবাহিত জীবনেই বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ত৷ সেই কারণে স্ত্রীর সাথে বনিবনা হত না৷ সেই কারণেই ডিভোর্স৷
advertisement
তার স্কুলের পাশেই যে ভাড়া বাড়িতে থাকত সেখানেও নাকি সেই শিক্ষক তার কাজের মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে৷ সেই নিয়েও একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। মৃতদেহ ২০টি টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় ৷ এখনও পর্যন্ত দুটি বস্তা উদ্ধার হয়েছে৷ তবে ছাত্রীটির দেহের নীচের অংশ পাওয়া যায়নি৷ মনে করা হচ্ছে, তথ্য-প্রমাণ লোপাটের জন্য আরও কারও যোগ থাকতে পারে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 18, 2025 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Student Death: পুলিশ আগেই ধরেছিল শিক্ষককে..‘না ছাড়লে হয়ত বেঁচে থাকত’! ছাত্রীকে আটকে খুন-ধর্ষণ, উত্তাল রামপুরহাট..টুকরো করে ছড়িয়ে দিয়েছিল দেহ