হোম /খবর /দেশ /
নোংরা, দুর্গন্ধযুক্ত ট্রেনের টয়লেট আর নয়! রেলের কোচে বদলে যাচ্ছে বাথরুম, দেখুন

নোংরা, দুর্গন্ধযুক্ত ট্রেনের টয়লেট আর নয়! রেলের কোচে বদলে যাচ্ছে বাথরুম, দেখুন

Train toilet upgradation: দূরপাল্লার ট্রেনের টয়লেট নোংরা, যাওয়া যায় না! এই অভিযোগ আর থাকবে না! দেখুন ট্রেনে এবার কেমন টয়লেট হচ্ছে!

  • Share this:

নয়াদিল্লি: ট্রেনের টয়লেট নিয়ে অভিযোগ থাকে বহু মানুষের। তবে এবার হয়তো  সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনের কোচের জন্য তৈরি টয়লেটের নতুন নকশার একটি ভিডিও প্রকাশ করেছেন।

তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে তিনি নতুন ধরণের টয়লেটের ভিডিও দিয়েছেন। একই সঙ্গে রেলের একজন কর্মকর্তা মন্ত্রীকে তথ্য দিচ্ছেন বলেও দেখা যায়।

ওই ভিডিও ক্লিপে ট্রেনের ভিতরে আয়না, বেসিন এবং টয়লেট সিটের আগের এবং পরের ছবি তুলনা করে দেখানো হয়েছে। টুইটারে এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ এই ভিডিও দেখেছেন এবং বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন।

আরও পড়ুন- ত্রিপুরায় মাস্টারস্ট্রোক তৃণমূলের! ভোটের আগেই প্রচারে বিরাট চমক

টুইটারে মন্ত্রীর শেয়ার করা ভিডিওটির প্রতিক্রিয়ায় একজন  লিখেছেন, এটি সত্যিই ভাল। দীর্ঘদিন ধরে এই কাজ ঝুলে ছিল। শেষমেশ তা শেষ হয়েছে জেনে ভাল লাগছে। অন্য আরেকজন লিখেছেন, "অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেডেশন। ধন্যবাদ।"

অনেকেই বলছেন, টয়লেট পরিষ্কার রাখার দায়িত্ব যাত্রীদের। ট্রেনের যে কোনও কোচে টয়লেট সব সময় পরিষ্কার থাকা উচিত। রেলমন্ত্রীও ট্রেনের টয়লেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যাত্রীদের অনুরোধ করেছেন।

গত বছরের ডিসেম্বরে, রেল মন্ত্রক রেলওয়ের "কোচ ফেসলিফ্ট" উদ্যোগের অংশ হিসাবে একটি ফেসলিফ্ট দেওয়া ট্রেনের কোচের ভিডিও শেয়ার করেছিল। উজ্জ্বল LED আলো দিয়ে সজ্জিত ট্রেনের কোচ, এমনকী সেখানে দেওয়ালে ছবিও দেখা গিয়েছিল।

আরও পড়ুন- ছেলে এমন নৃশংস কী করে হতে পারে! সামান্য কারণে নিজের বাবার সঙ্গে যা করল

দুরপাল্লার ট্রেনের টয়লেট পরিষ্কার হয় না, এমন অভিযোগ যাত্রীদের থাকে। তবে রেলের দাবি, এবার সেই অভিযোগ আর যাত্রীদের থাকবে না। তবে রেল এটাও বলছে, নতুন টয়লেট হলেও সেটা পরিষ্কার রাখার দায় থাকবে যাত্রীদের।

Published by:Suman Majumder
First published:

Tags: Ashwini Vaishnaw, Indian Railways