হোম /খবর /দেশ /
ত্রিপুরায় মাস্টারস্ট্রোক তৃণমূলের! ভোটের আগেই প্রচারে বিরাট চমক

Tripura Assembly Election: ত্রিপুরায় মাস্টারস্ট্রোক তৃণমূলের! ভোটের আগেই প্রচারে বিরাট চমক

ত্রিপুরায় মাস্টারস্ট্রোক তৃণমূলের

ত্রিপুরায় মাস্টারস্ট্রোক তৃণমূলের

Tripura Assembly Election: আগামী সপ্তাহেই প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। 

  • Share this:

আগরতলা: ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ২৮ আসনেই প্রচার শুরু করেছে তৃণমূল। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

আসন্ন ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা দিনভর কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এদিন টাউন বড়দোয়ালি কেন্দ্রের প্রার্থী অনন্ত বন্দ্যোপাধ্যায় তাঁর বিধানসভায় নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সমর্থন জানাবে বলে সাধারণ মানুষ আশ্বাস দিয়েছেন।

 

অন্যদিকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা দিনভর ব্যাপী জনসংযোগ কর্মসূচি চালিয়ে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত রাম ঠাকুর আশ্রমে দলের জন্য প্রার্থনাও সারেন।

তেলিয়ামুরা দলীয় কার্যালয়ে সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে জেলার সমস্ত নেতৃত্বদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল এক গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠক হয়। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের রংখাল এলাকায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবি চৌধুরীর উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি হয়েছে।

সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বলেরধেপা এলাকার ২২নং বুথের তৃণমূল কংগ্রেস বুথ অফিসের শুভ উদ্বোধন হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন সোনামুড়া বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পাশাপাশি, উত্তর ত্রিপুরার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু কর্মী বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল হাসিম তালুকদার-সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দরা।

আরও পড়ুূন,  নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু

আরও পড়ুন, 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', মমতাকে কে বলল এমন কথা?

পাশাপাশি, বাগবাসা বিধানসভার অন্তর্গত বাগবাসা বাজার এলাকায় উত্তর ত্রিপুরার জেলা সভাপতি বিমল নাথের উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃবৃন্দরা রাস্তায় নেমে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: CM Mamata Banerjee, TMC, Tripura Assembly Election 2023