Indian Railways: কাটা গেল পা, পার্ক সার্কাস স্টেশনে রেল কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এই প্রেক্ষিতে শিয়ালদহ মণ্ডলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী রাজীব স্যাক্সেনা জানান, আমাদের কর্মীদের দ্রুত সাড়া ও নিষ্ঠার জন্য আমরা গর্বিত। সংকটের মুহূর্তে তাঁদের দৃঢ় পদক্ষেপ এবং একজন সচেতন যাত্রীর সজাগ থাকে আমাদের রেলওয়ে পরিবারে যে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা রয়েছে, তার উজ্জ্বল উদাহরণ।
কলকাতা: বাণিজ্যিক ও আরপিএফ কর্মীর তৎপরতায় আহত যাত্রী পেলেন দ্রুত চিকিৎসা। পার্ক সার্কাস স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও, বাঁচানো গেল এক যাত্রীর প্রাণ—এটি সম্ভব হয়েছে বুকিং সুপারভাইজার শ্রীমতী সুচরিতা বালা, আরপিএফ ইন্সপেক্টর শ্রী এম.কে. সিং এবং সচেতন যাত্রীদের তৎপরতার জন্য। ঘটনায় এক যাত্রী গুরুতরভাবে আহত হন এবং তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, একজন যাত্রীর কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীমতী সুচরিতা বালা দৃঢ় মানসিক উপস্থিতি ও মানবিকতা দেখিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি অবিলম্বে শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী জসরাম মীনা-কে অবহিত করেন এবং দেরি না করে এম্বুলেন্সের ব্যবস্থা করেন, যাতে আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে দ্রুত চিকিৎসা প্রদান করা যায়। আরপিএফ ইন্সপেক্টর শ্রী এম.কে. সিং ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন সেই যাত্রী চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি আছেন।
advertisement
advertisement
এই প্রেক্ষিতে শিয়ালদহ মণ্ডলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী রাজীব স্যাক্সেনা জানান, আমাদের কর্মীদের দ্রুত সাড়া ও নিষ্ঠার জন্য আমরা গর্বিত। সংকটের মুহূর্তে তাঁদের দৃঢ় পদক্ষেপ এবং একজন সচেতন যাত্রীর সজাগ থাকে আমাদের রেলওয়ে পরিবারে যে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা রয়েছে, তার উজ্জ্বল উদাহরণ।
advertisement
তিনি উল্লেখ করেছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে, যাত্রী সুরক্ষার প্রতি শিয়ালদহ মণ্ডলের অঙ্গীকার এবং জরুরি পরিস্থিতিতে কর্মীদের নিষ্ঠা ও দ্রুত পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ। সতর্কতা ও দলগত প্রচেষ্টা জীবন বাঁচাতে কীভাবে কার্যকর হতে পারে, তা এই ঘটনায় স্পষ্ট হয়েছে।
advertisement
যাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে দ্রুত রেল আধিকারিকরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেন, ফলে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে।শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে বিভিন্ন সেকশনের যে সব গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে সেখানে মেডিক্যাল ব্যবস্থা রাখা হচ্ছে। রেল কর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 05, 2025 1:45 PM IST