Kasba Law College: ১২ হাজার টাকা মাস মাইনের চাকরি...আর সেটা করতে গিয়েই ফেঁসে গিয়েছেন ...আদালতে সওয়াল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
এছাড়া, জামিনের বিরোধিতা করতে গিয়ে এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের সাথে এই নিরাপত্তা রক্ষীর বয়ান মিলিয়ে দেখতে হবে ৷ পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সাথে এই নিরাপত্তারক্ষীর বয়ান মিলিয়ে দেখতে হবে৷
কলকাতা: চোখের সামনে সব দেখেছেন৷ কিন্তু কিচ্ছু করেননি৷ কসবা ল কলেজে নিরাপত্তারক্ষীর সামনেই তাঁরই ঘরে ছাত্রীকে ধর্ষণ করেছে ওই কলেজেরই প্রাক্তনী৷ যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে৷ প্রশ্নের মুখে পড়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা৷ বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করেন ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী৷
আদালতে আইনজীবী সওয়াল করেন, ‘‘ওঁর কাজ ছিল হুইসেল ব্লোয়ারের। কিন্তু করেননি। উনি নির্যাতিতাকে সুরক্ষা দিতে পারেননি। উল্টে অভিযুক্তদের কুকর্ম করার সুযোগ দিয়েছেন। ওনার কাজ নিরাপত্তা দেওয়া। সবটা দেখেছেন। নিরাপত্তা দেননি।’’ আইনজীবীর কথায়,ঘটনা সম্পর্কে আরও জেরা করা প্রয়োজন আছে৷ তিন অভিযুক্তর সাথে এই নিরাপত্তা রক্ষীকে একসাথে অর্থাৎ মুখোমুখি জেরা করতে হবে৷
advertisement
advertisement
এছাড়া, জামিনের বিরোধিতা করতে গিয়ে এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের সাথে এই নিরাপত্তা রক্ষীর বয়ান মিলিয়ে দেখতে হবে ৷ পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সাথে এই নিরাপত্তারক্ষীর বয়ান মিলিয়ে দেখতে হবে৷
advertisement
পাল্টা অভিযুক্তের আইনজীবী জানান, ১২ হাজার টাকার মাস মাইনের কর্মী নিরাপত্তারক্ষী। ঘটনায় প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। তারপর আরও ধারা যুক্ত করে পুলিশ। নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়, গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ধারা নিরাপত্তারক্ষীর উপর প্রযোজ্য নয়। কিছুই করেনি। নিজে ভীত সন্ত্রস্ত। ঘটনার সাথে কোনও ভাবেই যুক্ত নন তিনি৷
advertisement
যদিও আদালত পিনাকীর জামিন মঞ্জুর করেনি৷ সাউথ ক্যালকাটা ল কলেজের ধৃত নিরাপত্তারক্ষ ৫৫ বছরের পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
West Bengal
First Published :
July 05, 2025 11:07 AM IST