Indian Railways: ভারতীয় রেলের নয়া নজির, উত্তর-পূর্ব সীমান্ত রেলের বড় সাফল্য বৈদ্যুতিকরণে
- Published by:Raima Chakraborty
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: বৈদ্যুতিকরণের সফল সমাপ্তির পর রাজধানী এক্সপ্রেস-এর এন্ড-টু-এন্ড বৈদ্যুতিক ট্র্যাকশনের মাধ্যমে যাত্রা শুরু।
শিলিগুড়ি: স্থায়ী এবং দক্ষ রেল পরিচালনের ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য হিসেবে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১২৪২৩/১২৪২৪ (ডিব্রুগড় – নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেসের এন্ড-টু-এন্ড বৈদ্যুতিক ট্র্যাকশন রান চালু করেছে। এর ফলে, এই অঞ্চলের অন্যতম প্রধান ট্রেনগুলির মধ্যে একটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হবে, যা ভারতীয় রেলওয়ের সম্পূর্ণ বৈদ্যুতিকরণ এবং কার্বন ফুটপ্রিন্ট হ্রাসের মিশনে একটি বড় পদক্ষেপ।
রাজধানী এক্সপ্রেসের এন্ড-টু-এন্ড ইলেকট্রিক অপারেশন উত্তর-পূর্বাঞ্চলে রেলওয়ে পরিকাঠামো আধুনিকীকরণের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে বাকী থাকা সেকশনগুলিতে, বিশেষ করে ডিব্রুগড় – তিনসুকিয়া – লামডিং – গুয়াহাটি রুটে সম্প্রতি বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সম্পূর্ণ বৈদ্যুতীকৃত যাত্রা সম্ভব হয়েছে। নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক অপারেশনের ফলে উল্লেখযোগ্যভাবে দক্ষতা বৃদ্ধি, ভ্রমণের সময় হ্রাস করে ও পরিচালন ব্যয় হ্রাস করে পরিবেশগত স্থায়িত্বে অবদান রাখবে। নিউ দিল্লি – ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস বৈদ্যুতিক ট্র্যাকশনের মাধ্যমে চলাচল শুরু করেছে, যা রেলওয়ে বৈদ্যুতিকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য।
advertisement
আরও পড়ুন: CBSE না ICSE? দুই বোর্ডের মধ্যে কোনটি সেরা? মূল পার্থক্য কোথায়? জেনে রাখুন
ফেরত যাত্রার সময়, ডিব্রুগড় – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আজ থেকে বৈদ্যুতিক ট্র্যাকশনের মাধ্যমে চলবে। দীর্ঘস্থায়ী পরিবহণের দিকে এগিয়ে গিয়ে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত-কে সংযোগকারী আরও বেশ কয়েকটি মুখ্য ট্রেনও বৈদ্যুতিক ট্র্যাকশনে রূপান্তরিত হচ্ছে। ট্রেন নং. ১৩১৮১ (কলকাতা – শিলঘাট টাউন) এক্সপ্রেস ৩০ জুন ২০২৫ থেকে বৈদ্যুতিক ট্র্যাকশনে চলাচল করবে, এবং ট্রেন নং. ১৩১৮২ (শিলঘাট টাউন – কলকাতা) এক্সপ্রেস ১ জুলাই ২০২৫ থেকে চলাচল শুরু করবে। ট্রেন নং. ১২৩৪৫ (হাওড়া – গুয়াহাটি) সরাইঘাট এক্সপ্রেস ২৫ জুন ২০২৫ থেকে এবং ট্রেন নং. ১২৩৪৬ (গুয়াহাটি – হাওড়া) সরাইঘাট এক্সপ্রেস ২৬ জুন ২০২৫ থেকে বৈদ্যুতিক ট্র্যাকশনে চলাচল শুরু করেছে। এছাড়াও, ট্রেন নং ১৩২৪৮ (রাজেন্দ্র নগর – কামাখ্যা) ক্যাপিটাল এক্সপ্রেস ২৫ জুন ২০২৫ তারিখে বৈদ্যুতিকভাবে যাত্রা শুরু করেছে এবং ট্রেন নং. ১৩২৪৭ (কামাখ্যা – রাজেন্দ্র নগর) ক্যাপিটাল এক্সপ্রেস ২৭ জুন ২০২৫ তারিখ থেকে বৈদ্যুতিক ট্র্যাকশনে চলাচল করার কথা রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: এই মহিলাকে চেনেন? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পিছনে নাকি তাঁর প্রেমিকের হাত রয়েছে! ধরা পড়লেন একটি ভুলে
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, সম্পূর্ণ বৈদ্যুতিকরণের ফলে, রাজধানী এক্সপ্রেস এখন বাস্তবিকভাবে অগ্রগতি এবং স্থায়িত্বের প্রতীক। এটি কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং উত্তর-পূর্ব ভারতের জনগণের জন্য একটি সবুজ এবং দ্রুততর রেল নেটওয়ার্কের দিকে একটি পদক্ষেপ। ভারতীয় রেলওয়ে সমগ্র দেশে ১০০% বৈদ্যুতিকরণের লক্ষ্যমাত্রার দিকে ক্রমাগতভাবে এগিয়ে চলেছে, এবং উত্তর-পূর্ব ভারত এখন উচ্চ-গতি, পরিবেশ-বান্ধব রেল পরিচালনের মানচিত্রে দৃঢ়ভাবে প্রবেশ করেছে।
advertisement
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 9:30 AM IST