CBSE vs ICSE: CBSE না ICSE? দুই বোর্ডের মধ্যে কোনটি সেরা? মূল পার্থক্য কোথায়? জেনে রাখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
CBSE vs ICSE: ভারতে স্টেট বোর্ড, CBSE এবং ICSE বোর্ড সবথেকে বেশি জনপ্রিয়। এক নজরে দেখে নেওয়া যাক CBSE এবং ICSE বোর্ডের মধ্যে কোনটি সেরা।
কলকাতা: অভিভাবকরা অনেক সময়েই চিন্তিত থাকেন তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। সেটা অমূলকও নয়। বিশেষ করে যখন স্কুলে ভর্তি করানোর প্রশ্ন ওঠে, তখন সেই চিন্তা অনেকটাই বেড়ে যায়।
সময় এখন আগের চেয়ে অনেক বেশি বদলে গিয়েছে। এখন আর সেই দিন নেই যখন সরকারি বা গভর্নমেন্ট স্পনসরড বাংলা মিডিয়াম স্কুলের উপরে চোখ বুজে ভরসা করে পাড়ায় পাড়ায় সন্তানকে সেই সব স্কুলে ভর্তি করিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতেন অভিভাবকরা।
আক্ষেপের বিষয় হলেও এটাই সত্যি যে এক দিকে যেমন কলকাতা শহরে, তেমনই জেলায় জেলায়ও এক কালের খ্যাতনামা সব বাংলা মিডিয়াম স্কুল ধুঁকছে। এখন যদি সন্তানকে স্কুলে ভর্তি করানোর প্রশ্ন ওঠে, যে কোনও অভিভাবক সবার আগে ইংরেজি মিডিয়াম স্কুলের উপরেই ভরসা করবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওবিসি জটে আটকাবে না, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
তবে এখানেও ধন্দের কারণ রয়েছে বইকি! বাংলা মিডিয়াম স্কুলকে ছাপিয়ে গিয়ে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করানোর বিষয়টা না হয় পাকা হয়ে গেল, কিন্তু তার পর? আসলে অনেক অভিভাবকই বুঝতে পারেন না যে CBSE এবং ICSE বোর্ডের মধ্যে কোনটি সেরা এবং কোথায় তাঁদের সন্তানদের ভর্তি করানো উচিত।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক CBSE এবং ICSE বোর্ডের মধ্যে কোনটি সেরা।
প্রায় প্রতিটি অভিভাবক চান তাঁদের সন্তান যেন সেরা স্কুলে পড়াশোনা করে। ভারতে স্টেট বোর্ড, CBSE এবং ICSE বোর্ড সবথেকে বেশি জনপ্রিয়।
স্টেট বোর্ড –
এই বোর্ডে সবথেকে বেশি বাচ্চা পড়াশোনা করে। প্রত্যেকটি রাজ্যের একটি নির্দিষ্ট বোর্ড থাকে। সেই বোর্ডে রাজ্যের নিজের ভাষা ছাড়াও হিন্দি এবং ইংরেজিতে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
advertisement
CBSE বোর্ড –
এই বোর্ড পুরো দেশে প্রচলিত। এটি ইংরেজি মিডিয়াম স্কুলের বোর্ড। এই বোর্ডে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি সফলতা অর্জন করে বলে মনে করা হয়।
advertisement
ICSE বোর্ড –
এই বোর্ডে ইংরেজি ভাষাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই বোর্ডে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের মধ্যে ইংরেজির নলেজ খুব বেশি থাকে।
কিন্তু, নিজেদের বাচ্চাদের রুচি অনুযায়ী বোর্ড বেছে নেওয়া প্রয়োজন। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ছাত্র-ছাত্রীদের CBSE বোর্ডের বইয়ের সাহায্য নেওয়া প্রয়োজন। যদি কারও বাচ্চা ভবিষ্যতে বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, তাহলে তাদের জন্য ICSE বোর্ড সবথেকে ভাল অপশন। সুতরাং সন্তানদের ভবিষ্যতের চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী বোর্ড বেছে নিতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 6:29 PM IST