Train to Khatu Shyam Ji Mandir: লক্ষাধিক তীর্থযাত্রীর সুবিধা, খাটু শ্যামজি মন্দির পর্যন্ত প্রত্যক্ষ রেল সংযোগ!
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Train to Khatu Shyam Ji Mandir: এই নতুন রেলওয়ে লাইনে কাজ শুরু করার অনুমোদন জানানো হবে, যাতে ভক্তরা দ্রুত খাতু শ্যামজি মন্দিরে যাওয়ার জন্য রেলের সুবিধা লাভ করেন।
রিঙ্গাস: বিশ্ব বিখ্যাত ধর্মীয় কেন্দ্র খাটু শ্যামজি মন্দির পর্যন্ত প্রত্যক্ষ রেল সংযোগ। ঐতিহ্যবাহী ও উন্নয়নের ধারণার সঙ্গে মসৃণ রেল পরিবহণ লাভ করবেন ভক্তবৃন্দ।
খাটু শ্যামজি মন্দির পর্যন্ত প্রত্যক্ষ রেল সংযোগ স্থাপনের জন্য ভারতীয় রেলওয়ে চূড়ান্ত স্থানের সমীক্ষা পরিচালনার অনুমতি প্রদান করেছে। এই বিশ্ব বিখ্যাত ধর্মীয় কেন্দ্রটি রাজস্থানের রিঙ্গাসের নিকটে অবস্থিত। প্রত্যেক বছর লক্ষাধিক ভক্ত রেল পথ, সড়ক পথ ও পায়ে হেঁটে ইত্যাদি বিভিন্ন উপায়ে খাটু শ্যামজি মন্দির পরিদর্শনে আসেন।
advertisement
advertisement
প্রত্যেক দিন প্রায় ৩০,০০০ ভক্ত এখানে আসেন এবং শুক্র, শনি ও রবিবার ৪ থেকে ৫ লক্ষ ভক্তের সমাগম ঘটে। একাদশীর উৎসবের সময় ১০ লক্ষ ভক্ত এখানে আসেন। তবে সবচেয়ে বেশি ভক্তের সমাগম ঘটে মার্চ মাসে ১৫ দিনের মেলায়, এই সময় প্রায় ৩০ থেকে ৪০ লক্ষের ভক্তের সমাগম ঘটে। তীর্থযাত্রী ও ভক্তদের দ্বারা ভারতে সবচেয়ে বেশি পরিদর্শন করা মন্দিরগুলির মধ্যে অন্যতম হল খাটু শ্যামজি মন্দির।
advertisement
ট্রেনে করে ভক্তরা প্রথমে রিঙ্গাস পৌঁছবেন। এরপর তাঁরা বিভিন্ন উপায়ে খাটু শ্যামজি মন্দিরে পৌঁছবেন। রিঙ্গাস থেকে খাটু শ্যামজি মন্দির পর্যন্ত যাত্রাকে আরও সহজ এবং নিরাপদ করার লক্ষ্যে রেলওয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় আস্থার কেন্দ্রগুলির সংযোগ স্থাপনের পরিকল্পনার অধীনে রিঙ্গাস থেকে খাটু শ্যামজি মন্দির পর্যন্ত নতুন রেল লাইনের জন্য সমীক্ষার অনুমোদন জানিয়েছে। সমীক্ষা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই এই নতুন রেলওয়ে লাইনে কাজ শুরু করার অনুমোদন জানানো হবে, যাতে ভক্তরা দ্রুত খাতু শ্যামজি মন্দিরে যাওয়ার জন্য রেলের সুবিধা লাভ করেন।
advertisement
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বিরাসত ও বিকাশ অভিযানের অধীনে রেলওয়ে ধর্মীয় স্থানগুলির সঙ্গে রেল সংযোগ প্রদানের কাজ করা হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, আগামী দিনে পর্যটনের প্রসার ঘটাতে রেল পথ সব থেকে বেশি সুবিধা দেবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 8:58 AM IST