Man returns after declared dead on covid: হঠাৎ ভোরে দরজায় কড়া, হাজির কোভিডে ‘মৃত’ ছেলে, শেষকৃত্যর ২ বছর পর ফিরলেন কমলেশ!

Last Updated:

Man returns after declared dead on covid: শনিবার হঠাৎই নিজের মামার বাড়ির দরজায় হাজির কমলেশ। তখন ভোর ৬টা। গোটা পরিবার চমকে উঠেছে তাদের ‘মৃত’ ছেলেকে চোখের সামনে দেখে।

ধার: দু’বছর আগে শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছিল। কোভিড অতিমারির সময়ে ভাইরাসের কবলে তাঁর মৃত্যু হয় জেনে চিরবিদায় জানিয়েছিল পরিবার। আচমকা সেই ঘটনার দু’বছর বাদে ফিরে এলেন সেই ‘মৃত’ ব্যক্তি। এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার জেলায়। ৩৫ বছরের কমলেশ পাটিদর এবং তাঁর পরিবারের গল্প শুনে হতবাক গোটা দেশ।
শনিবার হঠাৎই নিজের মামার বাড়ির দরজায় হাজির কমলেশ। তখন ভোর ৬টা। গোটা পরিবার চমকে উঠেছে তাদের ‘মৃত’ ছেলেকে চোখের সামনে দেখে।
advertisement
পরিবার সূত্রে জানা যায়, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে কমলেশ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এমনকি ‘মৃতদেহ’ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তার পরই শেষকৃত্য সম্পন্ন হয় কমলেশের।
advertisement
বাড়ি ফিরে আসার পর কমলেশ যদিও মুখ খোলেননি। এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে খোলসা করেননি কিছুই। কানওয়ান থানার দায়িত্বপ্রাপ্ত রাম সিং রাঠোর জানিয়েছেন, পরিবারের তথ্য অনুযায়ী, ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে কোভিড আক্রান্ত হয়ে মারা যান। ভর্তি ছিলেন গুজরাতের এক হাসপাতালে। এবার তিনি ফিরে এসেছেন। এখন কমলেশের বয়ান রেকর্ড করলেই সব বিষয় স্পষ্ট হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Man returns after declared dead on covid: হঠাৎ ভোরে দরজায় কড়া, হাজির কোভিডে ‘মৃত’ ছেলে, শেষকৃত্যর ২ বছর পর ফিরলেন কমলেশ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement