রেলেও এবার সার্জ চার্জের কোপে পড়তে চলেছে মধ্যবিত্ত, বাড়ছে ভাড়া

Last Updated:

রেলের নয়া সিদ্ধান্তে কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে ৷ ওলা-উবের-এর সার্জ প্রাইজিংয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষকে এবার ট্রেনে চাপতে গেলেও দিতে হবে সার্জ চার্জ ৷

#নয়াদিল্লি: রেলের নয়া সিদ্ধান্তে কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে ৷ ওলা-উবের-এর সার্জ প্রাইজিংয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষকে এবার ট্রেনে চাপতে গেলেও দিতে হবে সার্জ চার্জ ৷ বুধবার সার্জ চার্জ চালু করার কথা ঘোষণা করল ভারতীয় রেল ৷ ট্রেনের ১০% আসন পূর্ণ হলেই এবার ধাপে-ধাপে বাড়বে ভাড়া ৷
প্রাথমিকভাবে, রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসের টিকিটে সার্জ চার্জ প্রক্রিয়া শুরু করার কথা ভেবেছে ভারতীয় রেল ৷ এর ফলে এই তিনটি এক্সপ্রেসে মোট আসনের ১০ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর বাকি ৯০ শতাংশ আসনের জন্য বেস চার্জের উপর ১০ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে যাত্রীদের ৷ এছাড়া রিজার্ভেশন চার্জ, সুপারফার্স্ট চার্জ, ক্যাটারিং চার্জ, সার্ভিস ট্যাক্সও আলাদা করে দিতে হবে ৷ মধ্যবিত্তদের একটা বড় অংশ এই তিনটি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন ৷ ফলে তাদের পকেটে এরপর থেকে অতিরিক্ত চাপ পড়তে চলেছে ৷
advertisement
৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই ডায়নামিক ফেয়ার ৷ তারপর থেকে রাজধানী, শতাব্দী, দুরন্তে যাত্রা করতে গেলে অতিরিক্ত গাঁটের কড়ি খরচা করতে হবে ৷ চার্ট তৈরির সময় খালি থাকা আসনের টিকিটের দাম হতে চলেছে শেষ বিক্রি হওয়ার টিকিটের দামের দেড়গুণ ৷ যাত্রীদের সুবিধার্থে বুকিংয়ের সময়ই লোয়ার ক্লাস ও হায়ার ক্লাসের ভাড়ার তুল্যমূল্য অনুপাতও দেখিয়ে দেওয়া হবে ৷ প্রতি ক্লাসের বিক্রি হওয়া শেষ টিকিটের দাম রিজার্ভেশন চার্টে দেখানো থাকবে, যাতে কী অনুপাতে ভাড়া বেড়েছে তা স্পষ্ট হয় ৷
advertisement
advertisement
তবে রেল আধিকারিকরা জানিয়েছেন, তৎকালের টিকিটের উপর এই নিয়ম লাগু করা হচ্ছে না ৷ তৎকালের টিকিট বুকিং রেলের বর্তমান গাইডলাইন মেনেই হবে ৷ সাধারণ তৎকাল কোটায় টিকিট কাটতে গেলে যাত্রীদের বেসচার্জের দেড়গুণ অতিরিক্ত ভাড়া দিতে হয় ৷
তবে রেলের এই ঘোষণায় বড়সড় রাজনৈতিক ঝড় উঠতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেলেও এবার সার্জ চার্জের কোপে পড়তে চলেছে মধ্যবিত্ত, বাড়ছে ভাড়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement