Indian Railway: রেলের আমুল পরিবর্তন! ‘গ্রিন রেলওয়ে’র লক্ষ‍্যে এগোচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

Last Updated:

ফসিল ফুয়েলের উপর রেলওয়ের নির্ভরশীলতা হ্রাস হবে এবং বিশ্বের মধ্যে সর্ববৃহৎ “গ্রিন রেলওয়ে” হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে ভারতীয় রেলওয়েকে সাহায্য করবে।

রেলের আমুল পরিবর্তন! ‘গ্রিন রেলওয়ে’র লক্ষ‍্যে এগোচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
রেলের আমুল পরিবর্তন! ‘গ্রিন রেলওয়ে’র লক্ষ‍্যে এগোচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিজের জোনের মধ্যে আন-ইলেক্ট্রিফাইড ব্রড গজ রুটের ১০০% বৈদ্যুতিকীকরণের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এর ফলে ফসিল ফুয়েলের উপর রেলওয়ের নির্ভরশীলতা হ্রাস হবে এবং বিশ্বের মধ্যে সর্ববৃহৎ “গ্রিন রেলওয়ে” হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে ভারতীয় রেলওয়েকে সাহায্য করবে।
সম্পূর্ণ বৈদ্যুতিকীকরণের এক প্রচেষ্টায়, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১৯৫৬.৬৩ আরকেএম (রুট কিলোমিটার)-এর বৈদ্যুতিকীকরণ অর্জন করতে সক্ষম হয়েছে, যা শূন্য কার্বন নির্গমণ অর্জন করার লক্ষ্যের একটি অংশ হিসেবে সমগ্র নেটওয়ার্কের মোট ৪৩৪৮ আরকেএম-এর ৪৫%।
advertisement
advertisement
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এখনও ২৩৯১.৩৮ কিমি অবশিষ্ট রুটের বৈদ্যুতিকীকরণের কাজ করা হবে। উত্তর পূর্বাঞ্চলের মোট বৈদ্যুতিকীকরণ রুটের মধ্যে অসমের ৯১০.৪৫ কিমি, মেঘালয়ের ৯.৫৮ কিমি এবং নাগালেণ্ড-এর ৬ কিঃমিঃ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
এছাড়াও, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অন্তর্গত বিহারে ২৮৫.৮৭ কিমি ও পশ্চিমবঙ্গে ৭৪৪.৭২৬ কিমি বৈদ্যুতিকীকরণ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।
সম্প্রতি, অসমে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তিনটি সেকশন পরিদর্শন করা হয়েছে। সেকশনগুলি হলো বদরপুর-শিলচর (২৯.৬০ আরকেএম), বদরপুর-বারইগ্রাম (৪১.৭৭ আরকেএম) এবং বারইগ্রাম-দুল্লভছড়া (২৭.০০ আরকেএম)।
advertisement
বৈদ্যুতিকীকরণের কাজ আরও দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড (ইরকন), রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (রাইট্স), এনএফআর/কনস্ট্রাকশন এবং সেন্ট্রাল অর্গানাইজেশন ফর রেলওয়ে ইলেকট্রিফিকেশন (কোর), উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বৈদ্যুতিকীকরণের কাজ পর্যায় ক্রমিকভাবে কার্যকর করছে।
বৈদ্যুতিকীকরণের ফলে এনএফআর-এর মধ্যে ট্রেন চলাচলের উল্লেখযোগ্য উন্নতি হবে এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে রেল নেটওয়ার্ক শক্তিশালী হবে। অতিরিক্তভাবে ফসিল ফুয়েল থেকে বৈদ্যুতিকে রূপান্তরিত হওয়ায় দূষণ হ্রাস পাবে, রেলওয়ের আর্থিক কর্মদক্ষতারও উন্নতি ঘটবে। এছাড়াও বৈদ্যুতিকীকরণের ফলে ট্রেনগুলির সুগম চলাচলে সুবিধা হবে এবং ট্রেন চলাচলের সময়ানুবর্তিতার পরিণামে ট্রেনগুলির গড় গতিও বৃদ্ধি পাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: রেলের আমুল পরিবর্তন! ‘গ্রিন রেলওয়ে’র লক্ষ‍্যে এগোচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement