Uttarkashi Tunnel Collapse: ৯ দিন ধরে উত্তরাখণ্ডের টানেলে আটকে শ্রমিকরা! দুর্ঘটনাস্থলে আর্ন্তজাতিক বিশেষজ্ঞ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
আটকে পড়া শ্রমিকদের সুস্থভাবে উদ্ধার করার বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উত্তরাখণ্ড: উত্তরকাশীর টানেল দুর্ঘটনার ৮ দিন পেরিয়ে গিয়েছে। নবম দিনে উদ্ধারকার্যে সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছলেন ইন্টারন্যাশনাল টানেল এক্সপার্ট বা আর্ন্তজাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। আটকে পড়া শ্রমিকদের সুস্থভাবে উদ্ধার করার বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আর্নল্ড ডিক্স জানান, ‘‘আমরা আটকে পড়া সকলকে ঠিক বের করে আনব। এখানে খুব ভাল কাজ হচ্ছে। আমাদের পুরো দল এখানে রয়েছে। একটা সমাধান সকলে মিলে ঠিক বের করব। আটকে থাকা ব্যক্তিদের কেবল উদ্ধার করা নয়, নিরাপদে উদ্ধার করাও জরুরি। গোটা বিশ্ব এই কাজে সাহায্য করছে। এখানে দলটি দুর্দান্ত কাজ করছে। খাবার ও ওষুধ যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে।’’
advertisement
advertisement
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেন। উদ্ধারকাজ কেমন চলছে সেই বিষয়ে খতিয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করার কাজে উত্তরাখণ্ড সরকারকে সমস্তরকম সরঞ্জাম এবং সম্পদ দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী।’’
advertisement
নভেম্বরে ১২ তারিখে উত্তরাখণ্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হুড়মুড়িয়ে ধস নামে নির্মীয়মান টানেলে৷ ৪১ জন শ্রমিক আটকে পড়ে ওই টানেলের মধ্যে। প্রায় ৯ দিন ধরেই ওই ৪১ জন শ্রমিক আটকে রয়েছেন টানেলে। তাঁদের উদ্ধারের জন্য সমস্তরকম ব্যবস্থা নিয়েছেন উত্তরাখণ্ড সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 4:49 PM IST