India Reports Over 5 Lakh Deaths from Covid-19: কোভিড মৃত্যুর সংখ্যা অনুসারে বিশ্বে চতুর্থ স্থানে ভারত ! ৫ লক্ষ ছাড়াল সংখ্যা !

Last Updated:

India Reports Over 5 Lakh Deaths from Covid-19: কোভিডে বেড়েই চলেছে দেশে মৃত্যুর হার। চিন্তায় গবেষকরা...

photo source Reuters/Danish Siddiqui
photo source Reuters/Danish Siddiqui
#নয়া দিল্লি:  গোটা বিশ্বে তান্ডব করে রেখেছে কোভিড ১৯ (India Reports Over 5 Lakh Deaths from Covid-19) । ২০২০-র শুরু থেকেই বিশ্ববাসী কোভিড অতিমারীতে ভুগছে। মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। চিনের ইউহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ভারতও বাদ যায়নি এই তালিকা থেকে। ভারতে এখন করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। যদিও এখন অনেকটাই কমেছে তৃতীয় ঢেউয়ের প্রভাব। কিন্তু ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়।
করোনা আসার পর থেকে এখনও পর্যন্ত ভারতে মৃত্যুর(India Reports Over 5 Lakh Deaths from Covid-19) সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর নিরিখে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ স্থানএ রয়েছে। গত বছর অর্থাৎ ২০২১-এর জুলাই পর্যন্ত এই মৃত্যু সংখ্যা পৌঁছে গিয়েছিল ৪ লক্ষে। তৃতীয় ঢেউ আসার পর এবং আগে মিলিয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষে। যা গবেষকদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
ডেল্টা ভ্যারিয়েন্টেই বেশি মৃত্যু হয়েছে করোনাতে(India Reports Over 5 Lakh Deaths from Covid-19)। গবেষকরা বলছে এই সংখ্যা আরও বাড়বে বই কমবে না। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সহকারী প্রফেসর জানিয়েছেন, "আমাদের একটি গবেষণা জার্নাল সাইন্স-এ প্রকাশিত হয়। সেখানে ২০২১-এর মধ্যে ৩ মিলিয়নের বেশি ছিল কোভিড মৃত্যুর সংখ্যা। যা এখন অনেকটাই বেড়ে গিয়েছে।"
advertisement
advertisement
গত কয়েক মাসে ভারতের রাজ্য অনুসারে কোভিড(India Reports Over 5 Lakh Deaths from Covid-19) মৃত্যুর হার অনেকটাই বেশি। তবে অনেক ক্ষেত্রেই অধরা রয়েছে কোভিড মৃত্যুর সংখ্যা। সরকারের খাতায় রেজিস্টার করাননি অনেক কোভিড রোগীই। সেখান থেকে মৃত্যুও হয়েছে। তাই এই সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবণা থেকেই যায়।
advertisement
ভারতে এখন ওমিক্রন এবং কোভিড তৃতীয় ঢেউ চলছে(India Reports Over 5 Lakh Deaths from Covid-19)। যদিও ওমিক্রনে বেশির ভাগ লক্ষনই খুব অল্প ছিল। যদিও সরকার থেকে কোভিড টেস্ট নিয়ে কড়াকড়ি করা হয়। কোভিড রোগীর সংস্পর্শে এলেই টেস্ট করাতে হাবে বলা হয়। কিন্তু তার পরেও বেশ কিছু মানুষ টেস্ট থেকে দূরেই থেকেছেন।
advertisement
শুক্রবার পর্যন্ত ভারতে কোভিড(India Reports Over 5 Lakh Deaths from Covid-19) মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ৫৫ জন। কেরালাতেই ১.৩৫ কোটি জনসংখ্যা। সেখানে কেরালায় যে মৃত্যু সংখ্যা পাওয়া যাচ্ছে তাতে চিন্তা বাড়ছে। যদিও সব রাজ্যের কোভিড মৃত্যুর ফলাফল নিয়ে একটা অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। আর সেই কারনেই গবেষকরা মনে করছেন ভারতের কোভিড মৃত্যুর হার এর থেকেও বেশি হতে পারে ! যা সত্যিই বেশ চিন্তার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Reports Over 5 Lakh Deaths from Covid-19: কোভিড মৃত্যুর সংখ্যা অনুসারে বিশ্বে চতুর্থ স্থানে ভারত ! ৫ লক্ষ ছাড়াল সংখ্যা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement