India EU Trade Deal: ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সই হল 'মাদার অফ অল ডিলস'! উচ্ছ্বসিত মোদি-এন্তোনিও! কী লাভ হবে ভারতের?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
India EU Trade Deal: এই চুক্তি সই হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা বড় চুক্তি সই হয়েছে। মানুষজন এটাকে মাদার অফ অল অল ডিলস বলে উল্লেখ করছে।''
নয়াদিল্লি: স্বাক্ষর হল ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যের আরও আরও সুযোগ বাড়বে। দুই পক্ষই উপকৃত হবে এতে। এদিকে চুক্তি এখন সই হলেও এটা কার্যকর হতে আরও একবছর সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে, এই চুক্তি সই হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা বড় চুক্তি সই হয়েছে। মানুষজন এটাকে মাদার অফ অল অল ডিলস বলে উল্লেখ করছে। এই চুক্তি ভারত ও ইউরোপের জনসাধারণের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। এটি বিশ্বের দুটি প্রধান অর্থনীতির মধ্যে অংশীদারিত্বের একটি নিখুঁত উদাহরণ। এই চুক্তি গোটা বিশ্বের জিডিপির ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।’
advertisement
মোদির কথায়, ”আমার দুই ঘনিষ্ঠ বন্ধুকে এই অভূতপূর্ব ভারত যাত্রায় স্বাগত জানাচ্ছি। গতকাল এক ঐতিহাসিক মুহুর্ত ছিল যখন ইউরোপিয়ান ইউনিয়নের কর্তারা ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ভারত-ইউরোপের সম্পর্কের উন্নতি হয়েছে বিগত কয়েক বছরে। আমরা সমাজের সব ক্ষেত্রকে লাভবান করার একাধিক সিদ্ধান্ত নিয়েছি আজ। ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এফটিএ ডিল সই হল আজ।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, মোদির কথায়, ”২৭টি ইউরোপীয় দেশের সঙ্গে এফটি ডিল ভারতের ব্যবসায়ীদের জন্য নতুন বাণিজ্যিক পথ খুলে দেবে। টেক, ক্লিন এনার্জি, ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে- সহযোগকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে এদিন।” মোদির সংযোজন, ”পার্টনারশিপ ফর গ্লোবাল গুড— ইউ এবং ভারতের এই পার্টনারশিপ। আন্তর্জাতিক সম্পর্কে অনেক অনিশ্চয়তা রয়েছে। এই ডিল কিছুটা স্থিতাবস্থা দেবে বিশ্বকে।’
advertisement
এরপরই ইউরোপিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিও কোস্তা বলেন, ”আমি ইউরোপিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ওভারসিজ ভারতীয়। আমার কাছে আজকের দিন তাই বেশি আনন্দের। আমার শিকড় গোয়ায় রয়েছে। আমরা আমাদের পার্টনারশিপকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 1:56 PM IST











