India Coronavirus Cases: ঝড়ের বেগে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ, একদিনে আক্রান্ত ২০ হাজারেরও বেশি! মৃত ৫৬
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
India Covid-19 Update: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৫৬ জনের! দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫,২৫,৬৬০।
Covid-19 Pandemic: দেশে ক্রমেই বেড়ে চলেছে কোভিড সংক্রমণ। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের জানানো তথ্য অনুযায়ী, ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা একদিনে বাড়ল ২০,০৪৪! দেশে এই নিয়ে মোট সংক্রমণ বেড়ে ৪,৩৭,৩০,০৭১-এ পৌঁছেছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে ১,৪০,৭৬০ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৫৬ জনের! দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫,২৫,৬৬০।
সক্রিয় সংক্রমণ একদিনে বেড়েছে ১,৬৮৭ এবং মোট সংক্রমণের ০.৩২ শতাংশ হল সক্রিয় সংক্রমণ। কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার ৯৮.৪৮ শতাংশ, জানিয়েছে মন্ত্রক। দৈনিক পজিটিভিটির হার ৪.৮০ শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.৪০ শতাংশ।
advertisement
কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে এখন ৪,৩০,৬৩,৬৫১। সারা দেশে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ। মন্ত্রকের মতে, দেশে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত মোট ১৯৯.৭১ কোটি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
advertisement
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লাখ, ২৩ অগাস্ট ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর সংক্রমণ ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ ছাড়িয়ে যায় সংক্রমণ। ২০ নভেম্বর ৯০ লক্ষ এবং ১৯ ডিসেম্বর এক কোটি ছাড়িয়ে যায় সংক্রমণ।
advertisement
২০২১ সালের ৪ মে দুই কোটি, ২৩ জুন তিন কোটি এবং চলতি বছরের ২৫ জানুয়ারি চার কোটি সংক্রমণের মাইলফলক অতিক্রম করেছে দেশটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2022 1:00 PM IST