#নয়াদিল্লি: চরবৃত্তির অভিযোগে চব্বিশ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হলো নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের দুই আধিকারিককে৷ এ দিন ভারতের বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷
বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, 'ওই দুই আধিকারিকই যে ধরনের কার্যকলাপে জড়িয়েছেন, তা দূতাবাসের সদস্য হিসেবে তাঁদের পদ এবং মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ৷' দূতাবাসের পদাধিকারী হিসেবে তাঁদের যাবতীয় মর্যাদাও কেড়ে নেওয়া হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে৷
পাকিস্তানের ওই দুই কূটনীতিককেই রবিবার ভারতীয় গোয়েন্দারা হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করা হয়েছে৷ এর পরেই তাঁদের চব্বিশ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷
একই সঙ্গে পাকিস্তানি দূতাবাসকেও কড়া বার্তা দিয়েছে ভারত৷ ওই দুই পাক কর্তার কার্যকলাপ যে ভারতের নিরাপত্তার পরিপন্থী তা জানিয়ে ঘটনার প্রতিবাদ করেছে ভারত৷ ভবিষ্যতে পাকিস্তানি দূতাবাসের কূটনৈতিক দলের কোনও সদস্যই যাতে এই ধরনের কার্যকলাপে না জড়ান, সে বিষয়েও সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।