#নয়াদিল্লি: প্রয়োজনে একে অপরের সেনা ঘাঁটি ব্যবহার করবে ভারত ও অস্ট্রেলিয়া৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল সামিটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি চূড়ান্ত হয়ে গেল৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক সামরিক শক্তি বিনিময়ের পথ প্রশস্ত হয়ে গেল৷
A new model of India-Australia partnership, a new model of conducting business.
Met my dear friend, PM @ScottMorrisonMP over India-Australia Virtual Summit. We had an outstanding discussion, covering the entire expanse of our relationship. — Narendra Modi (@narendramodi) June 4, 2020
দুই রাষ্ট্রনেতার বৈঠকেই লজিস্টিক সাপোর্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ চিনের অর্থনীতি ও সীমান্তে সেনার কার্যকলাপ বৃদ্ধির সঙ্গে যুঝতে এই ধরনের সামরিক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও করেছে ভারত৷
At the virtual summit with PM @ScottMorrisonMP. https://t.co/6JIpZRae21
— Narendra Modi (@narendramodi) June 4, 2020
ভারতের সঙ্গে এই চুক্তির পটভূমিকা গত বছর ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার বিদেশ সচিব পর্যায়ের বৈঠকেই সেরে ফেলেছিল অস্ট্রেলিয়া৷ মোদির সঙ্গে মরিসনের বৈঠকে তা চূড়ান্ত রূপ পেল৷
সামরিক চুক্তি ছাড়াও করোনা ভাইরাস অতিমারি, সাইবার সিকিউরিটি ও বাণিজ্যিক আদানপ্রদান বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে৷ মোদি ট্যুইটারে লিখলেন, 'আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে৷ ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে গেল৷ মূলত, স্বাস্থ্য, ব্যবসা ও সামরিক ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Australian PM Scott Morrison, India-Australia, Narendra Modi