পারস্পরিক সেনাঘাঁটি ব্যবহার করবে ভারত ও অস্ট্রেলিয়া, মোদি-মরিসন বৈঠকে চুক্তি

Last Updated:
#নয়াদিল্লি: প্রয়োজনে একে অপরের সেনা ঘাঁটি ব্যবহার করবে ভারত ও অস্ট্রেলিয়া৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল সামিটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি চূড়ান্ত হয়ে গেল৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক সামরিক শক্তি বিনিময়ের পথ প্রশস্ত হয়ে গেল৷
advertisement
advertisement
দুই রাষ্ট্রনেতার বৈঠকেই লজিস্টিক সাপোর্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ চিনের অর্থনীতি ও সীমান্তে সেনার কার্যকলাপ বৃদ্ধির সঙ্গে যুঝতে এই ধরনের সামরিক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও করেছে ভারত৷
advertisement
ভারতের সঙ্গে এই চুক্তির পটভূমিকা গত বছর ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার বিদেশ সচিব পর্যায়ের বৈঠকেই সেরে ফেলেছিল অস্ট্রেলিয়া৷ মোদির সঙ্গে মরিসনের বৈঠকে তা চূড়ান্ত রূপ পেল৷
সামরিক চুক্তি ছাড়াও করোনা ভাইরাস অতিমারি, সাইবার সিকিউরিটি ও বাণিজ্যিক আদানপ্রদান বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে৷ মোদি ট্যুইটারে লিখলেন, 'আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে৷ ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে গেল৷ মূলত, স্বাস্থ্য, ব্যবসা ও সামরিক ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়৷'
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
পারস্পরিক সেনাঘাঁটি ব্যবহার করবে ভারত ও অস্ট্রেলিয়া, মোদি-মরিসন বৈঠকে চুক্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement