Agnipath Recruitment Scheme: "উত্তরপ্রদেশে বিজেপির জয় প্রমাণ করেছে মানুষ অগ্নিপথের পক্ষে": দাবি বিহারের মন্ত্রীর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Bihar Minister Pramod Kumar: মন্ত্রী প্রমোদ কুমারের মতে বিরোধীদের সৃষ্ট নতুন প্রকল্প প্রত্যাহারের হট্টগোল ভোটে প্রভাব ফেলতে পারেনি।
#পটনা: উত্তরপ্রদেশের কয়েকটি লোকসভা আসনের উপনির্বাচনে দলের সাফল্যই বলে দিচ্ছে অগ্নিপথ কতটা সফল! সোমবার এমনই দাবি করেছেন বিহারের একজন বিজেপি মন্ত্রী! বিজেপির ভোটে জয় আর সশস্ত্র বাহিনীতে নিয়োগের বিতর্কিত নতুন পরিকল্পনা অগ্নিপথ প্রকল্পকে এক করে দেখেছেন ওই মন্ত্রী। সারা দেশে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করে অগ্নিপথ, বিশেষ করে এই বিক্ষোভের আঁচ টের পায় বিহার ও উত্তরপ্রদেশই। মন্ত্রী প্রমোদ কুমারের মতে বিরোধীদের সৃষ্ট নতুন প্রকল্প প্রত্যাহারের হট্টগোল ভোটে প্রভাব ফেলতে পারেনি।
“অগ্নিবীররা বারোটিরও বেশি দেশে কাজ করছে। অনেক বহুজাতিক দেশে এই প্রকল্প রয়েছে,” অনেক দেশের বড় সশস্ত্র বাহিনীর নিম্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণের উল্লেখ করে মন্ত্রী বলেন। “উত্তরপ্রদেশের আজমগড় এবং রামপুরের জনগণ দেখিয়েছে যে জনসাধারণ অগ্নিপথের পক্ষে রয়েছে। আমাদের দল সেখানে বিশাল জয় অর্জন করেছে”, বলেন বিজেপির এই নেতা। এই দু’টি নির্বাচনী এলাকাই সমাজবাদী পার্টির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি।
advertisement
advertisement
বিজেপি জানিয়েছে, বিহারে বিক্ষোভ রাজনৈতিক ‘ষড়যন্ত্রের’ অংশ এবং এটি মোটেও ক্ষুব্ধ যুবকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়। দলের সুরে গলা মিলিয়েই মন্ত্রী বলেন, “অন্যান্য অনেক রাজ্য যেখানে অনেক মানুষ সশস্ত্র বাহিনীতে যোগদান করেছে তাঁরা শান্ত থেকেছে। তাহলে কেন বিহারে এমন হিংসাত্মক বিক্ষোভ ঘটল?”
advertisement
অন্তত দু’টি জেলায় দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বিক্ষোভকারীরা উপমুখ্যমন্ত্রী রেণু দেবী এবং রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল সহ অনেক বরিষ্ঠ নেতার বাড়ি এবং গাড়িও ভাঙচুর করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 3:49 PM IST