Draupadi Murmu: এতকাল ধরে বিদ্যুৎ নেই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে! ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের নির্দেশ

Last Updated:

Electricity in Draupadi Murmu's Village: ময়ূরভঞ্জ জেলায় ৫০০ টি গ্রামেই পাকা রাস্তা নেই এবং ১৩৫০ টি গ্রামে বিদ্যুৎ নেই।

Draupadi Murmu
Draupadi Murmu
#ময়ূরভঞ্জ: এতকাল পরে আলোর মুখ দেখবে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রাম! সৌজন্যে এনডিএ রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু! আদিবাসী কন্যা রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় তাঁর পৈতৃক গ্রাম উপরবেদার একটি অংশে যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুতায়নের কাজ শুরু করেছে ওড়িশা সরকার! উন্নয়নের এতকাল পরেও অন্ধকারে থাকা গ্রামবাসীদের বিষয়ে লেখালিখি শুরু হতেই টনক নড়েছে প্রশাসনের। দ্রৌপদী মুর্মু অবশ্য এখন ওই গ্রামে থাকেন না। কয়েক দশক আগেই কুসুম ব্লকের অন্তর্গত উপরবেদা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পৌর শহর রায়রংপুরে চলে এসেছেন দ্রৌপদী।
টাটা পাওয়ার নর্থ ওড়িশা ডিস্ট্রিবিউশন লিমিটেডের (টিপিএনওডিএল) আধিকারিকরা এবং কর্মীরা মাটি খনন করার মেশিন, বৈদ্যুতিক খুঁটি এবং ট্রান্সফরমার নিয়ে উপরবেদার ওই অংশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পৌঁছে যান। TPNODL-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেন, “আমরা কোম্পানির ময়ূরভঞ্জ বিভাগে বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ করতে এবং ২৪ ঘণ্টার মধ্যে পুরো উপরবেদা গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আদেশ জারি করেছি।”
advertisement
advertisement
উপরবেদা গ্রামে দু’টি গ্রাম রয়েছে, মোট জনসংখ্যা ৩,৫০০। বাদসাহি গ্রামে সম্পূর্ণ বিদ্যুৎ যোগাযোগ থাকলেও ডংগুরসাহিতে ১৪ টি পরিবার এখনও বিদ্যুৎ পায়নি। “আমাদের গ্রামবাসীদের অন্ধকারে রাখার কোনও উদ্দেশ্য নেই, তবে নির্দিষ্ট সরকারি ছাড়পত্রের অভাবে এমনটা হয়েছে,” বলেন ওই কর্মকর্তা বলেছিলেন।” রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত হওয়ার পর সাংবাদিকরা যখন জনগণের সঙ্গে কথা বলতে দ্রৌপদী মুর্মুর জন্মস্থানে পৌঁছন, দেখা যায় বিদ্যুতের কোনও যোগাযোগই নেই প্রাক্তন রাজ্যপালের গ্রামে।
advertisement
দ্রৌপদী মুর্মুর ভাগ্নে বিরাঞ্চি নারায়ণ টুডু তাঁর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে ডুঙ্গুরসাহি গ্রামে থাকেন। “আমরা আমাদের ডুঙ্গুরসাহি গ্রামে বিদ্যুৎ দেওয়ার জন্য অনেক মানুষকেই অনুরোধ করেছিলাম। তবে, কেউ কর্ণপাত করেননি,” সাংবাদিকদের বলেন বিরাঞ্চির স্ত্রী। তিনি আরও জানান, দ্রৌপদী মুর্মু উৎসবের সময় গ্রামে বেড়াতে গেলেও তাঁরা বিষয়টি তাঁর নজরে আনেননি। ২০১৯ সালের নির্বাচনের সময় বিষয়টি স্থানীয় বিধায়ক এবং সাংসদকে জানানো হয়েছিল, কিন্তু কিছুই হয়নি, জানান উপরবেদা গ্রামের আরেক বাসিন্দা চিত্তরঞ্জন বাস্কে। তিনি জানান, মানুষজন ঘরে আলো জ্বালাতে কেরোসিনের বাতি ব্যবহার করে। যদিও গ্রামবাসীরা এখন উচ্ছ্বসিত যে, তাঁদেরই মধ্যে একজন রাষ্ট্রপতি ভবন জয় করার লড়াইয়ে রয়েছেন।
advertisement
প্রাক্তন সাংসদ সালখান মুর্মু, ভবেন্দ্র মাঝি এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক মাঝির জন্মস্থানও উপরেরবেদা গ্রাম। সরকারি এক সূত্রের খবর, ময়ূরভঞ্জ জেলায় ৫০০ টি গ্রামেই পাকা রাস্তা নেই এবং ১৩৫০ টি গ্রামে বিদ্যুৎ নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Draupadi Murmu: এতকাল ধরে বিদ্যুৎ নেই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে! ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের নির্দেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement