Covid-19 Update: ভারতে একদিনে ৪৫% সংক্রমণ বৃদ্ধি, কোভিড-১৯ আক্রান্ত ১৭,০৭৩, মৃত্যু ২১ জনের!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
India Sees 45% Jump In Daily Covid-19 Count: বর্তমানে দেশে মৃত্যুর হার ১.২১%। কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার ৯৮.৫৮%।
#নয়াদিল্লি: সোমবার সকাল ৮ টায় জানানো স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,০৭৩ জন মানুষ। গতকালের থেকে ৪৫ শতাংশ বেশি সংক্রমণ ঘটল একদিনে! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার ১১,৭৩৯ টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটে এবং ২৫ জনের মৃত্যু হয়। দেশের দৈনিক পজিটিভিটির হার ৪.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে সাপ্তাহিক পজিটিভিটির হার ৩.৩০ শতাংশ।
নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় ভারতের মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা এখন ৪,৩৪,০৭,০৪৬। গত একদিনে মোট পরীক্ষা হয়েছে ৩,০৩,৬০৪ টি। গত ২৪ ঘণ্টায় ২,৪৯,৬৪৬ টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১,৯৭,১১,৯১,৩২৯ টি।
advertisement
advertisement
একদিনে ২১ জনের মৃত্যুর ঘটায় মোট মৃতের সংখ্যা ৫,২৫,০২০-তে পৌঁছেছে। বর্তমানে দেশে মৃত্যুর হার ১.২১%। কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার ৯৮.৫৮%। গত ২৪ ঘণ্টায় ১৫,২০৮ জন মানুষ সুস্থ হয়েছেন।
দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা ০.২১% বৃদ্ধি পেয়েছে। ভারতে এই মুহূর্তে সক্রিয় সক্রিয় সংক্রমণের সংখ্যা ৯৪,৪২০। ভারতে এক সপ্তাহে ১ লক্ষ কোভিড-১৯ সংক্রমণ হয়েছে, মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
advertisement
অসমে গত ২৪ ঘণ্টায় ৩৬ টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে, কোনও মৃত্যুর খবর নেই। তামিলনাড়ুতে কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধি হচ্ছে তীব্রভাবে। রবিবার ১,৪৭২ টি নতুন সংক্রমণ হয়েছে রাজ্যে। মুম্বইতে ২,৭৭১ টি সংক্রমণ এবং পাঁচটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার ফলে সংক্রমণের সংখ্যা ১১,০৭,৪৪৯-এ পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ১৯,৫৯৯-এ পৌঁছেছে।
advertisement
প্রতিবেশী পাকিস্তানেও কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। ফের লাগু হয়েছে মাস্ক বিধি। বাংলাদেশেও ১,৬৮০ টি নতুন কোভিড-১৯ সংক্রমণ এবং ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত আফ্রিকায় নিশ্চিত কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ১১,৭৭০,৫৩৭-এ পৌঁছেছে, জানিয়েছে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 9:55 AM IST