IIT-তে লক্ষাধিক টাকার ফি বৃদ্ধি

Last Updated:

দেশের প্রথম সারির কলেজগুলিতে পড়া এবার আরও খরচ সাপেক্ষ হতে চলেছে ৷ যেখানে সরকার উচ্চশিক্ষা প্রসারে জোর দিচ্ছে সেখানে দেশের IIT-গুলিতে লক্ষাধিক টাকার ফি বৃদ্ধি করা হল ৷ স্নাতক কোর্সের জন্য বার্ষিক ফি ৯০ হাজার টাকা থেকে বেড়ে ২ লক্ষ টাকা করা হয়েছে ৷ তবে SC,ST ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য থাকবে বিশেষ ছাড় ৷ পারিবারিক বার্ষিক আয় যাদের ১ লক্ষ টাকা সেই পড়ুয়াদের ফি পুরোপুরি মকুব ৷ পারিবারিক আয় ৫ লক্ষ টাকার নীচে হলে ফি দুই তৃতীয়াংশ মকুব করা হবে বলে জানিয়েছে জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ৷

#নয়াদিল্লি: দেশের প্রথম সারির কলেজগুলিতে পড়া এবার আরও খরচ সাপেক্ষ হতে চলেছে ৷ যেখানে সরকার উচ্চশিক্ষা প্রসারে জোর দিচ্ছে সেখানে দেশের IIT-গুলিতে লক্ষাধিক টাকার ফি বৃদ্ধি করা হল ৷ স্নাতক কোর্সের জন্য বার্ষিক ফি ৯০ হাজার টাকা থেকে বেড়ে ২ লক্ষ টাকা করা হয়েছে ৷ তবে SC,ST ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য থাকবে বিশেষ ছাড় ৷ পারিবারিক বার্ষিক আয় যাদের ১ লক্ষ টাকা সেই পড়ুয়াদের ফি পুরোপুরি মকুব ৷ পারিবারিক আয় ৫ লক্ষ টাকার নীচে হলে ফি দুই তৃতীয়াংশ মকুব করা হবে বলে জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ৷
গত সপ্তাহে একটি আইআইটি ইনস্টিটিউটের প্যানেল বার্ষিক ফি তিন গুণ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছিল ৷ তবে একই সঙ্গে বিজয়লক্ষী প্রকল্পের মাধ্যমে ছাত্রদের সুদ ছাড়া ঋণ প্রদান করার উপর বিশেষ জোর দিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
IIT-তে লক্ষাধিক টাকার ফি বৃদ্ধি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement